![]() |
আজ সোমবার থেকে আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগে গতকাল রোববার ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে টিকিট বিক্রি স্থগিত করে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ সোমবার সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাহী সদস্য মো. সালাউদ্দিন এ তথ্য জানিয়ে বলেন- বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর কথা ছিল ৫ আগস্ট। তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় আমরা টিকিট বিক্রি স্থগিত করি।
সোমবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল ৬টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২২ আগস্ট ঈদ হয় তাহলে এক সপ্তাহ আগে থেকেই ঈদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট বিক্রি করা হবে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment