মাতামুহুরী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 6 August 2018

মাতামুহুরী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বান্দরবান রিপোর্ট:

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


সোমবার দুপুরে মরদেহ দুটি নদীতে ভেসে ওঠে। অপর একজন এখনও নিখোঁজ রয়েছে। যাদের মরদেহ পাওয়া গেছে তারা হলেন লুলেক ম্রো ও মেন প্রে ম্রো। নিখোঁজ রয়েছেন রেংসাং ম্রো। তাদের বাড়ি লামা সদর ইউনিয়নের তাউপাড়া এলাকা।


এদিকে লামা সদরের ইউপি চেয়ারম্যান মিন্টু সেন একুশে মিডিয়াকে জানান, নিখোঁজ অপর ব্যক্তির মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে। খরস্রোতা মাতামুহুরী নদীতে অতিরিক্ত যাত্রী নিয়ে ছোট নৌকাটি লামা বাজার থেকে তাউপাড়ায় যাওয়ার পথে দুটি খালের মোহনায় উল্টে যায়।


ঘটনার পর চট্টগ্রাম থেকে ডুবুরি এনে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে লামা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া একুশে মিডিয়াকে জানান। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লিয়াকত আলী বলেন, মরদেহগুলো গলে গেছে। পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করে। জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিখোঁজদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রসঙ্গত, গেল শনিবার(৪ আগস্ট) বিকেলে লামা পৌরসভার লামামুখ এলাকার মাতামুহুরী নদী ও লামা খালের মোহনায় নৌকা ডুবে তিনজন নিখোঁজের ঘটনা ঘটে। ১৮ জন যাত্রী নিয়ে নৌকা ডুবে গেলে ১৫ জন তীরে ফিরে আসে। একুশে মিডিয়।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages