![]() |
কদিন পরেই এশিয়া কাপ। তার আগে নাজমুল ইসলাম অপুর চোট পাওয়াটা বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃখজনক ব্যাপারই বটে। সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হবে দুবাই এশিয়া কাপ। এ সময়ের মধ্যে কতটা সেরে উঠবেন অপু সেটাই প্রশ্ন।
গতকাল সোমবার ফ্লোরিডায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪.৩ ওভারে বোলিং শেষে অপু মাটিতে পড়ে বল ধরতে গেলে ননস্ট্রাইক প্রান্তে থাকা চ্যাদউইক ওয়ালটনের কেডসের স্পাইকের চাপ লেগে আহত হন এই বাঁহাতি স্পিনার।
এরপর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। বিভিন্ন সূত্রে জানা যায় তার হাতে ২৫ টি সেলাই লাগে।
এ নিয়ে আজ কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, অপুর বাঁ হাতের উলটো পিঠে চার যায়গায় ক্ষত হয়। ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে বেশকটি। যা শুকাতে সময় লাগবে তিন সপ্তাহ। সেলাই কাটার পর বোঝা যাবে মাঠে ফিরতে কতদিন সময় লাগে।
তিনি আরও বলেন, এই তিন সপ্তাহ তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে, যাতে ক্ষত জায়গায় কোনরকম আঘাত না লাগে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment