 |
n |
একুশে মিডিয়া, নাটোর রিপোর্ট:
নাটোর শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সিলিং ফ্যান খুলে পড়ে গেলে ৩ শিক্ষার্থী আহত হয়েছে।
তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, সকাল ১০টায় বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়।
এর কিছুক্ষণ পরে চলতে চলতে হঠাৎ সিলিং ফ্যানটি খুলে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী সোনিয়া, তামিম ও তানজিদ আহত হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
স্কুলের প্রধান শিক্ষিকা দিল আফরোজ দিবা আরটিভি অনলাইনকে জানান, গত রমজান মাসে ফ্যানটি লাগানো হয়। কি কারণে ফ্যানটি খুলে পড়লো তা পরীক্ষা করা হচ্ছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ।
No comments:
Post a Comment