![]() |
একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলায় ছয় বোতল বিদেশি মদসহ মো. রফিকুল ইসলাম (৫৫) ও মো. এমরান (৩২) নামের দুই চাচা-ভাতিজাকে আটক করেছে র্যাব।
রবিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী বাড়ির রফিকুল ইসলামের ঘরের সামনের রাস্তা থেকে এদের আটক করা হয়। আটক মো. রফিকুল ইসলাম ওই এলাকার মৃত জালাল আহমেদ বেপারীর ছেলে এবং মো. এমরান একই এলাকার মো. ফারুকের ছেলে।
র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি দেবাশীষ কর্মকার জানান, রবিবার বিকালে র্যাবের নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার হাজী বাড়ির মো. রফিকুল ইসলামের ঘরের সামনের রাস্তা থেকে বিদেশি মদ বিক্রির সময় মো. রফিকুল ইসলাম ও তার ভাতিজা মো. এমরানকে আটক করা হয়। এ সময় এদের সাথে থাকা একটি ব্যাগ থেকে বিদেশি বিভিন্ন ব্রান্ডের ছয় বোতল মদ পাওয়া যায়।
তিনি আরও জানান, এদেরকে আইনি প্রক্রিয়া সমাপ্ত করে ভোলা সদর থানায় হস্তান্তর করা হবে।
No comments:
Post a Comment