বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে। আজ রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ১২টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা চলে এই আয়োজন। জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগে এবার অংশ নিচ্ছে মোট সাত দল।
ছয় দলের আইকন আগেই নির্ধারণ করা হয়েছিল। এদিন প্লেয়ার ড্রাফট শুরু হবার আগেই চিটাগং ভাইকিং নিজেদের আইকন হিসেবে মুশফিকুর রহিমের নাম ঘোষণা করে। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের আইকন হিসেবে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের আইকন তামিম ইকবাল, খুলনা টাইটানসের মাহমুদুল্লাহ রিয়াদ, রাজশাহী কিংসের মুস্তাফিজুর রহমান এবং সিলেট সিক্সার্সের আইকন লিটন দাস।
আগামী বছরের জানুয়ারিতে বসছে টি-টোয়েন্টির এই জমজমাট আসরটি । চার জন করে ক্রিকেটার আগের মৌসুম থেকেই ধরে রেখেছে বিপিএলের দলগুলো। এ ছাড়া এই চার জনের বাইরে থেকে আরও দুজন করে বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে রেখেছেন তারা।
বিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এ-প্লাস থেকে এফ ক্যাটাগরি পর্যন্ত প্রায় ১৮৬ জন দেশি খেলোয়াড় ও ৩৭৫ জন বিদেশি ক্রিকেটারকে ড্রাফটে তোলা হয়।
No comments:
Post a Comment