![]() |
একুশে মিডিয়া, ফরিদা ইয়াছমিন, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন বলেন, দায়িত্ব গ্রহণের এই তিন বছর সময়ে ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে যে উন্নয়ন সাধিত হয়েছে বিগত ২০ বছরে তা হয়নি।
ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের সড়ক সংস্কার,নালা নির্মাণ,খালের মাটি উত্তোলন,শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার,মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, হোমিও চিকিৎসালয়,মিডওয়াইফারী ইন্সটিটিউট,হেলথ টেকনোলজি উন্নয়ন ও সংস্কার কাজে এই পর্যন্ত ব্যয় করা হয়েছে প্রায় দেড়’শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এলাকার উন্নয়নে বর্তমানে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। আগামী ২০১৯ সাল নাগাদ চলমান প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হবে। এই প্রকল্পগুলো সম্পন্ন হলে ফিরিঙ্গিবাজার ওয়ার্ড নগরের উন্নত ওয়ার্ডে পরিণত হবে। আগামীতে এই ওয়ার্ডকে ব্যবসা বান্ধব এবং জননিরাপদ এলাকায় পরিণত করার লক্ষ্যে সড়ক উন্নয়ন এবং এলইডি আলোকায়ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে এলাকার অনুন্নত সকল সড়কের তালিকা প্রস্তুতির কাজ চলছে। একনেকে অনুমোদকৃত ১২৩০ কোটি টাকার সড়ক নেটওয়ার্ক প্রকল্পের অধীনে তালিকাভুক্ত সড়কগুলোর সংস্কার এবং উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব তার দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখায় এলাকার ৩৬ গুণীজনকে সম্মাননা প্রদান করেছেন। সম্মানিত গুণীজনদের মধ্যে চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান মৌলভী নূর আহমদ ধর্ম প্রচারক আলহাজ্ব মৌলানা খলিলুর রহমান,খাঁন বাহাদুর আবদুল হক দোভাষ,খাঁন বাহাদুর আবদুর রহমান দোভাষ,আলহাজ্ব এম জানে আলম দোভাষ এবং ডা.জাকির হোসেন চৌধুরী কে মরণোত্তর এবং এলাকার বিশিষ্ট ৩০ ব্যক্তিকে মুক্তিযুদ্ধ,সমাজ বিনির্মাণ,চিকিৎসক,শিল্প, সংস্কৃতি,ক্রীড়া,আইন ক্ষেত্রে বিশেষ অবদানের এই সম্মাননা প্রদান করা হয়।
এই উপলক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় ফিরিঙ্গিবাজার ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ মাঠে এক স্বাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় আমি দল,মত নির্বিশেষে সকল শ্রেণির মতামত,পরামর্শ নিয়ে কাজ করে যাচ্ছি। এলাকার উন্নয়নে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। এলাকাবাসীর যেকোন সমস্যা সমাধানে তাদের পাশে থাকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আগামীতেও এলাকাবাসীর সুখে দুঃখে প্রত্যয় ব্যক্ত করেন।
কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা মো. সামসুদ্দোহা,সচিব আবুল হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম,২৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক,৩০নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী,৩৪নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বালি। এসময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত আসন সাবেক সাংসদ বেগম হাসিনা মান্নান,মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ মাহমুদ ইসহাক,দক্ষিণ জেলা আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, মহানগর আওয়ামী লীগ কার্যকরী পরিষদ সদস্য মো. ইউসুফ সর্দার,আবুল মনসুর,আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রহমান,পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক আবু মো.আবছার উদ্দিন চৌধুরী,লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, আওয়ামী লীগ নেতা আবদুল হাই,আশফাক আহমেদ,অধ্যাপক সেলিম জাহাঙ্গীর,মো. ইসকান্দর আলী চৌধুরী,শিক্ষক শাহাদাত হোসেন,হাজী শফিক আহমদ সর্দার,হাজী সফিক আহমদ,আবদুল হামিদ সওদাগর,হাজী জহুর আহমদ সওদাগর,আবদুল হালিম দোভাষ,মো. গোলাম কিবরিয়া,ওমর উদ্দিন আনসারী,জাহাঙ্গীর সিদ্দিকি,তালুকদার হালিম,নাসির আহমদ,ইমরান কাদের,দিদারুল আলম দিদার,পুলক খাস্তগীর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ তেলাওয়াত মৌলানা ওসমান গণি, গীতা পাঠ করেন রাখাল চন্দ্র দাশ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শন করা হয়।
No comments:
Post a Comment