বাঁশখালীতে মৎস্যজীবিদের মাঝে জাল ও সুতা বিতরণ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 12 January 2020

বাঁশখালীতে মৎস্যজীবিদের মাঝে জাল ও সুতা বিতরণ


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ন্যাশনাল এগ্রিকারচারাল টেকনোলজি ফেজ-২ প্রজেক্ট (এনটিপি-২) এর আওতায় বাঁশখালীর ১৪টি ইউনিয়নের ২টি করে আইজি গ্রæপ সদস্যদের মাঝে জাল ও সুতা বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে জাল ও সুতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামলী দাশ, বাহারছড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপজ তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দীন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মাছে ভাতে বাঙালী তা প্রমাণ করতে বর্তমান সরকার মৎস্য খাতে প্রচুর বিনিয়োগ করেছেন। সেই ধারাবাহিকতায় মৎস্য খাতে দেশ আজ অগ্রগতি সাধন করেছে। দেশের উৎপাদিত মাছ দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে দেশ-বিদেশে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages