রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
আর্থিক খাতের উন্নয়ন, নেতৃত্ব ও ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য "আইডিএবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫" অর্জন করেছেন ব্যাংকার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশের আজীবন সদস্য ও লোহাগাড়া ব্যাংকার্স এসোসিয়েশনের আহবায়ক ব্যাংকার মোজাহিদ হোছাইন। তিনি বর্তমানে সাউথইস্ট ব্যাংকে কর্মরত আছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ঢাকার পল্টন ইআরএফ হল রুমে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি)-এর ৯তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫, লাইফ মেম্বার সংবর্ধনা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানেই এ সম্মাননা অর্জন করেন মোজাহিদ হোছাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিএবি-এর চেয়ারম্যান এম জি এম সজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএবি-এর উপদেষ্টা আবুল বাশার আকন্দ, ডা. কাজী ফারুক বাবুল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান খান (রিপন), মো. আবদুস সাত্তার এবং প্রেস ও মিডিয়া সচিব মুহিবউল্লাহ এইস চৌধুরী।
উল্লেখ্য, আইডিএবি-এর ৯ম বর্ষপূর্তি উপলক্ষে ব্যাংকার, বীমা পেশাজীবী, সমাজসেবক, শিল্পী ও গবেষকসহ সমাজের গুরুত্বপূর্ণ অবদান রাখেন এমন মোট ১৩ জনকে "আইডিএবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫" প্রদান করা হয়।
No comments:
Post a Comment