লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 20 September 2025

লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার প্রধান আসামি শাহনেওয়াজ লাভলু (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাহনেওয়াজ লাভলু লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের নম্বর ওয়ার্ড ঘটিয়ার পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর লোহাগাড়ার আধুনগর এলাকায় ব্যবসায়ী শাহ আলমকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি শাহনেওয়াজ লাভলু ছাড়াও তার দুই ছেলে মারুফ মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুলকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর থেকেই লাভলু পলাতক ছিল। অবশেষে শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শাহ আলম হত্যা মামলার মূল আসামি শাহনেওয়াজ লাভলু। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages