কর্ণফুলী’র অসহায় মানুষের বন্ধু আশরাফ আলী মেম্বারের শারীরিক অবস্থা সংকটাপন্ন - সকালের দোয়া কামনা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 19 September 2025

কর্ণফুলী’র অসহায় মানুষের বন্ধু আশরাফ আলী মেম্বারের শারীরিক অবস্থা সংকটাপন্ন - সকালের দোয়া কামনা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সমাজসেবক আশরাফ আলী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে শয্যাশায়ী অবস্থায় আছেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগতে থাকা জনপ্রিয় ব্যক্তিত্বের শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে উদ্বেগ শোকের ছায়া।

আশরাফ আলীর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হলে শুরু হয় দোয়া প্রার্থনার ঝড়। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। অনেকে লিখেছেন- আশরাফ আলী ভাই ছিলেন এলাকার উন্নয়নকামী, সৎ নিষ্ঠাবান একজন জনপ্রতিনিধি। তিনি ছিলেন অসহায় মানুষের পরম বন্ধু। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।

জনপ্রতিনিধি ছাড়াও সমাজের জন্য ব্যাপক অবদান রেখেছেন আশরাফ আলী। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে। গরিব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খরচ বহন, সহায়তা দিকনির্দেশনা দিতে তিনি সবসময় এগিয়ে আসতেন। অনেক শিক্ষার্থী তাঁর সহযোগিতায় পড়াশোনা শেষ করে আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। কারণে এলাকাবাসী তাঁকে শুধু নেতা নয়, অভিভাবক হিসেবেও মানেন।

এছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় পুরস্কারপ্রাপ্ত সফল ইউনিট লিডার ছিলেন। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে তিনি নিজের পারিবারিক জমি দান করে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন-যা এখনো বিরল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

আশরাফ আলীর ছোট ভাই ইঞ্জিনিয়ার হাসমত আলী জানান, পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে উন্নত চিকিৎসার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা- অসহায় মানুষের বন্ধু, শিক্ষার পৃষ্ঠপোষক উন্নয়নকামী সাবেক ইউপি সদস্য আশরাফ আলী দ্রুত সুস্থ হয়ে আবারও জনসেবায় ফিরে আসবেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages