৩৮৩ কোটি টাকা আত্মসাৎ দায়ে এবি ব্যাংকের ১২ জনকে ডেকেছে: দুদক-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 17 September 2018

৩৮৩ কোটি টাকা আত্মসাৎ দায়ে এবি ব্যাংকের ১২ জনকে ডেকেছে: দুদক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের ১২ জনকে তলব করেছে দুদক।।”। 

ব্যাংকটির মহাখালী শাখার ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্ম্সাতের অভিযোগে দায়ের করা মামলায় তাদের ডাকা হয়েছে।।”।

আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব ভট্টাচার্য  এ তথ্য জানান।।”।
তিনি আরোও জানান, ব্যংকটির তৎকালীন চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের ১২ জন পরিচালককে তলব করা হয়েছে।।”।
সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ছাড়া এ তালিকায় রয়েছে পরিচালক মোঃ ফিরোজ আহমেদ ,সাবেক পরিচালক এম এ আউয়াল, প্রফেসর ডাঃ মোঃ ইমতিয়াজ হোসেনের নাম। তাদেরকে  আগামী ১ অক্টোবর তলব করা হয়েছে।।”।
এছাড়া পরিচালক শিশির রঞ্জন বোস, পরিচালক সৈয়দ আফজাল হাসান উদ্দীন, সাবেক পরিচালক মিশাল কবির, সাবেক পরিচালক ফাহিমুল হককে ২ অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে।।”।
একই বিষয়ে সাবেক পরিচালক মোঃ মেজবাহুল হক, আনোয়ার জামিল সিদ্দিকী, সাবেক পরিচালক বিবি সাহা রায় ও সাবেক পরিচালক জাকিয়া শাহরুদ খানকে আগামী ০৩ অক্টোবর তলব করেছে দুদক।।”।
দুদককের উপপরিচালক মোঃ সামছুল আলম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এসব নোটিশ জারি করেছে দুদক।।”।
গত বছর ২৮ জুন এবিষয়ে  রাজধানীর বনানী থানায় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি ইস্যু করা হয়।।”।
পরে ওই ব্যাংক গ্যারান্টির বিপরীতে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড কর্তৃক ৮টি প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ সুদসহ এবি ব্যাংক মহাখালী শাখায় ৩৮৩ কোটি টাকা ২২ লাখ টাকা  পরিশোধ হয়।।”।
ওই টাকা আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগে মোঃ সামসুল আলম বাদী হয়ে সাবেকমন্ত্রী এম মোরশেদ খানসহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলার তদন্তের স্বার্থেই এদেরকে তলব করা হয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages