বাঁশখালীতে সিএনজি চালককে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সভা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 30 June 2025

বাঁশখালীতে সিএনজি চালককে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সভা

একুশে মিডিয়া, প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী লিছু বাগান এলাকা থেকে সিএনজি চালক আলি আহমদকে অপহরণ রাতভর নির্মম নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় শ্রমিক সমাজ। ঘটনার প্রতিবাদে ৩০ জুন ২০২৫, সোমবার বিকেল ৩টায় গুনাগরী চৌমুহনী চত্তরে বাঁশখালী অটোরিক্সা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অত্র ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মনছুরের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “এটি শুধু একজন শ্রমিকের ওপর নয়, গোটা শ্রমিক সমাজের ওপর সরাসরি সন্ত্রাসী হামলা। আমরা কোনোভাবেই এই ঘটনার বিচার ছাড়া শান্ত হবো না।

উল্লেখ্য, ২৫ জুন রাত ৯টা ৩০ মিনিটে গুনাগরী লিছু বাগান সিএনজি স্টেশন এলাকা থেকে আলি আহমদকে একদল দুর্বৃত্ত অপহরণ করে। পরদিন সকালে জঙ্গল গুনাগরী ডাকাতের পুল এলাকায় পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাঁশখালী আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার সহকর্মীরা অভিযোগ করেন, অপহরণের পর আলি আহমদকে রাতভর চোখ বেঁধে শারীরিক মানসিক নির্যাতন চালানো হয়, তার শরীরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক ওহিদুল আলম, ক্রীড়া সম্পাদক আবু ছালেক, দপ্তর সম্পাদক মনির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দীন, সদস্য মিলন মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন সাব কমিটির চেয়ারম্যান মোঃ নুরুল কবির, সাবেক সহ-সভাপতি মামুন মিয়া, লাইনম্যান আবদুল গফুরসহ অত্র শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রমিকরা।

বক্তারা বলেন, “যতদিন পর্যন্ত এই ঘটনার বিচার না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে গণঅনশন, বিক্ষোভ মিছিল হরতালের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।

সভাপতি মোহাম্মদ মনছুর তার সমাপনী বক্তব্যে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরও কঠিন কর্মসূচি ঘোষণা করবো।মানববন্ধন চলাকালে ব্যানার, ফেস্টুন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে গুনাগরী চৌমুহনী চত্তর। উপস্থিত সকল শ্রমিক, এলাকাবাসী শুভানুধ্যায়ীরা অপহরণকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages