![]() |
এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ" এমন স্লোগানকে সামনে রেখে- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা রামকৃষ্ণপুর ইউনিয়নে ১০টাকা মূল্যের ৩০কেজি ওজনের চাউলের বস্তা বিতরণ করা হয়।
সোমবার সকাল ১০টায় উনুখাঁ বাজারে জাহিদুল ইসলাম জাহিদের কার্যালয়ে বিতরণের শুভ উদ্বোধন করেন- উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার আরিফুজ্জামান ৷
এ সময় উপস্থিত ছিলেন-সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান ৷
সলঙ্গা থানার এস আই নওজেস আলী ৷
উদ্বোধন শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা জনাব তানভীর ইমাম এম পি মহোদয়ের পক্ষ থেকে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করা হয় ৷
এ সময় দুস্থ ও হতদরিদ্রদের ১৬,৭১০ কেজি চাউল ১০টাকা মূল্যে উনুখাঁ বাজার মেসার্স জেরিন এন্টাপ্রাইজের মাধ্যমে ৫৫৭ পরিবারের মাঝে বিতরণ করা হয় ৷
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment