বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর উঠানে মাটি চাপা লাশ উদ্ধার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 23 November 2025

বাঁশখালীতে নিখোঁজের ৩ দিন পর উঠানে মাটি চাপা লাশ উদ্ধার

একুশে মিডিয়া, প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর বাড়ির উঠানে মাটি চাপা অবস্থায় আশরাফ মিয়া ফকির (৬৫)- এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আশরাফ মিয়া ফকির ওই এলাকার মৃত ফরিদের ছেলে।

পুলিশ জানায়, আশরাফ মিয়া তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। রোববার সকালে বাড়ির উঠানের দক্ষিণ পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটি দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা পুলিশকে খবর দেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন,
লাশটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

বাঁশখালী থানা পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages