নড়াইলের এস.পি জসিম উদ্দিন শুধু জঙ্গি সন্ত্রাস ধরতেই দক্ষ নয়, মাছ ধরতেও দক্ষ।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 18 November 2018

নড়াইলের এস.পি জসিম উদ্দিন শুধু জঙ্গি সন্ত্রাস ধরতেই দক্ষ নয়, মাছ ধরতেও দক্ষ।একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
দেশি মাছের ভা-ারখ্যাত ইছামতি চাঁচুড়ি ও কাড়ার বিলসহ নড়াইলের বিভিন্ন খাল-বিলে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। বর্তমান সরকারের লক্ষ্য জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত দেশ গড়া।
বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে,  এ লক্ষ্যকে সামনে রেখে হলি আর্টিজান অপারেশন সফল অফিসার নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) জঙ্গি, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীসহ সবধরনের অপরাধীদের ধরতে যেমনটা দক্ষ, মৎস্য প্রাণি ধরতেও তিনি ততটাই অভিজ্ঞ। অল্প সময়ের মধ্যে তিনি এ জেলার মানুষের কাছে তিনি মৎস্য বান্ধব এসপি হিসেবে পরিচিত হয়ে গেছেন। তার বাসভবনের সামনে ৪০ বছরের পড়ে থাকা পচা ক্যানেল নিজ হাতে পরিষ্কার করে মৎস্যচাষ উপযোগি করেছেন। শুধু করেননি, সে লেকটি সৌন্দর্যবন্ধন করে গড়ে তুলেছেন। এ সকারের অনুকুল পরিবেশ থাকার কারনেই তিনি একাজটি গড়েত সক্ষম হয়েছেন।
সোমবার ( ১৯ নভেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলার কাড়ার বিলে গিয়ে কই, মাগুর, বাইন, টাকিসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ ধরেন। এছাড়া ইছামতি বিলের মাছের নদীতে নেমে আসার জন্য বাড়িভাঙ্গা খাল থেকে আড়াআড়ি বাধ ও জাল উচ্ছেদ করেন তিনি। এসপি মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, মাছ ধরার শখ অনেক আগের থেকেই। তাই সুযোগ পেয়ে মাছ ধরতে এলাম। দেশি মাছের স্বাদ-গন্ধ অন্যরকম। ডিমের মৌসুমে আমাদের মা মাছ নিধন বন্ধ করতে হবে। এতে খাল,বিল, নদী নালা দেশি মাছে ভরে উঠবে।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages