১০ ডিসেম্বরের পর জাপার চেয়ারম্যান এরশাদ সিঙ্গাপুর যাবেন: রাঙ্গা।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 4 December 2018

১০ ডিসেম্বরের পর জাপার চেয়ারম্যান এরশাদ সিঙ্গাপুর যাবেন: রাঙ্গা।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি (জাপা)র চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ ‘শতভাগ সুস্থ’ আছেন। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন আছে। আগামী ১০ ডিসেম্বরের পর জাপার চেয়ারম্যান সিঙ্গাপুর যাবেন।
এখন অসুস্থতা বোধ করলে মাঝে মাঝেই সিএমএইচ যাচ্ছেন। বললেন, দলটির নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
মঙ্গলবার (৪ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মসিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, স্যারের শারীরিক অবস্থা একবার খারাপ, একবার ভালো এরকম যাচ্ছে। একঘণ্টা আগেও আমি কথা বলে এসেছি। উনি রংপুরের কোল্ড স্টোরেজের বেতন তালিকায় স্বাক্ষর করেছেন। এছাড়া তার ছেলে সাদ ও জিএম কাদেরের সঙ্গেও কথা বললেন। এ থেকেই বোঝা যায়, তিনি সুস্থ আছেন।
মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, পার্টির কেউ মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে কমিটি গঠন করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার শারীরিক অসুস্থতার জন্য নিজেই পার্টির চেয়ারম্যানের কাছে পদত্যাগ করেছেন, তিনি এখনও পার্টির প্রেসিডিয়াম সদস্য আছেন।
মসিউর রহমান রাঙ্গা বলেন, জোটে জাতীয় পার্টি ৫৪ থেকে ৫৫টি আসন প্রত্যাশা করছে। আমরা আশা করছি জাতীয় পার্টি নির্বাচনে সবকটি আসনে জিতবে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যেই মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। যাদের মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা আছে, তাদেরই মনোনয়ন দেয়া হবে। মহাজোটের বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে মহাজোটের প্রার্থী তালিকা।


একুশে মিডিয়া/এমএমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages