কিসমত রেলওয়ে স্টেশনের বহুমুখি সমস্যা, বিপাকে রেলযাত্রীরা। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 14 June 2019

কিসমত রেলওয়ে স্টেশনের বহুমুখি সমস্যা, বিপাকে রেলযাত্রীরা। একুশে মিডিয়া


নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় জেলা প্রতিনিধি:>>>
পঞ্চগড়ের আটোয়ারী ও বোদা উপজেলার একমাত্র কিসমত রেল স্টেশনটি বহুমুখি সমস্যায় জর্জরিত, বিপাকে পড়ছে রেল যাত্রীরা। বর্তমান সরকারের আমলে কিসমত রেলওয়ে স্টেশন পুরাতন ভবন ভেঙ্গে নতুন আঙ্গিকে ভবন নির্মাণ করা হয়। রেল স্টেশন ভবনের সাথে পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে।
বিপুল পরিমান অর্থ ব্যয় করে নতুন রেল স্টেশন ভবন নির্মাণ করা হলেও রেল স্টেশনে কোন বিদ্যুৎ সংযোগ নেই। প্রতিদিন পঞ্চগড় হতে ঢাকা তিনটি আন্ত:নগর একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এবং পঞ্চগড় হতে পার্বতীপুর ডেমু , কাঞ্চন, সেভেন আপ ট্রেন নিয়মিত কিসমত রেল স্টেশনের উপর দিয়ে চলাচল করছে।

পঞ্চগড় এক্সপ্রেস ও ডেমু ট্রেন ছাড়া প্রতিটি ট্রেন কিসমত রেল স্টেশনে যাত্রাবিরতি দিচ্ছে। সন্ধার পর যে সমস্ত ট্রেন কিসমত রেল স্টেশনে বিরতি দিচ্ছে , অন্ধকারে যাত্রীদেরকে জীবনের ঝুকি নিয়ে ট্রেনে উঠা নামা করতে হচ্ছে। এব্যাপারে সরেজমিনে কিসমত রেল স্টেশনে দেখতে গিয়ে দেখা গেল রেল স্টেশন মাস্টারের রুম সহ পুরুষ ও মহিলাদের বিশ্রামাগার তালা বন্ধ। স্টেশনের প্লাটফরম কৃষক কৃষাণীরা ধান,মরিচ ও ভুট্টা শুকানোর চাতালে পরিনত করেছে।
স্টেশন মাস্টারের কথা জিজ্ঞাসা করলে জনৈক কৃষক আঙ্গুল উচিয়ে দেখিয়ে দেন এক যুবককে। যুবকটিকে ইশারা করা মাত্রই ছুটে আসেন ।তার পরিচয়ে জানা গেল,তিনি রুহিয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোঃ জাহিদুল ইসলাম। তিনি বলেন, আমার কয়েক মাস হলো চাকুরীতে যোগদান করেছি। রুহিয়া রেল স্টেশনে সহকারী স্টেশন মাস্টার হিসেবে রয়েছি। রেল কর্তৃপক্ষের নির্দেশে কিসমত রেল স্টেশনে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। তিনি বলেন, এখানে রাত যাপন করার কোন পরিবেশ নেই।
কারন, স্টেশন ভবনে বিদ্যুতের ওয়্যারিং করা হয়েছে, কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকায় রেল স্টেশন এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকছে, পানির ব্যবস্থা না থাকায় টয়লেট ব্যবহার করা যাচ্ছে না।স্টেশনের নির্ধারিত টেলিফোনটিও বর্তমানে সংযোগ দেয়া হয়নি। স্টেশনে জনবল না থাকায় অনেক সমস্যা মোকাবেলা করা যাচ্ছেনা। ট্রেন ২নম্বর লাইনে দাড়ানোর কারণে দিনে ও রাতে যাত্রীরা জীবনের ঝুকি নিয়ে উঠা-নামা করছে। তিনি আরো বলেন, কিসমত রেল স্টেশনে যাত্রী ভালই হচ্ছে। কিন্তু স্টেশনে টিকিট বিক্রির ব্যবস্থা নেই। জনৈক ট্রেনযাত্রী বলেন, বোদা এবং আটোয়ারী দুই উপজেলার একমাত্র কিসমত রেল স্টেশন। পঞ্চগড়-২ আসনের এমপি ও মাননীয় রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ঢাকাগামী আন্ত:নগর ট্রেন কিসমত রেল স্টেশনে যাত্রা বিরতির ব্যবস্থা করার কারণে দুই উপজেলার হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। আর কিসমত রেল স্টেশনের সমস্যাগুলোর দিকে রেলমন্ত্রী একটু নজর দিলেই সব সমস্যা সমাধান হবে, ইনশাল্লাহ।
রেল স্টেশন সংলগ্ন বাসিন্দা তসলিম উদ্দীন ও মুক্তা বলেন, কিসমত রেল স্টেশনের যোগাযোগ ব্যবস্থা ভাল। কারণ, বোদা ও আটোয়ারী উপজেলা হতে কিসমত রেল স্টেশন পর্যন্ত পাকা রাস্তা। বিদ্যুৎ না থাকার কারণে রাতের ট্রেন যাত্রীরা রেল স্টেশনে নিরাপত্তাহীনতায় থাকছে।
এলাকাবাসী কিসমত রেল স্টেশনের সকল সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মাননীয় রেলমন্ত্রীর নেকদৃষ্টি কামনা করছে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages