করোনা আতষ্ক: ছাতকে গ্রামীন ফোন ইন্টারনেট বির্ভ্রাট - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 28 March 2020

করোনা আতষ্ক: ছাতকে গ্রামীন ফোন ইন্টারনেট বির্ভ্রাট


একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকের ধারন বাজার এলাকায় গ্রামীণফোন নেটওয়ার্ক বিভ্রাটে অতিষ্ট হয়ে উঠেছেন গ্রাহকরা। নেটওয়ার্ক বিড়ম্বার শিকার এখানকার গ্রামীন ফোন গ্রাহকরা।
গ্রামীনফোন কোম্পানীর এখানের টাওয়ার খুবই দুর্বল। ব্যবসায়ীক এলাক ধারনবাজার, কাকুরা, সেওতরপাড়া, নাদামপুর, বিলচড়া, পলিটুক, হলিরগাঁও, মৈশাপুর, রাজারগাঁও, সৈদেরগাঁও ধারনসহ কয়েকটি গ্রামে এক বছর যাবৎ চলছে নেটওয়ার্ক সমস্যা। ক্রমেই নেটওয়ার্কের এ সমস্যা প্রকট আকার ধারণ করছে।
অপরদিকে বিদ্যুৎ না থাকলে নেটওয়ার্ক একবারেই থাকেনা। গ্রামীন ফোনের সার্ভিস সেন্টারে নিয়োজিত কর্মীরা এর সঠিক সমাধান দিতে পারছে না বলে গ্রাহকদের অভিযোগ। ডিজিটাল যুগে এমন নেটওয়ার্ক বিভ্রাট গ্রাহকরা কিছুতেই মেনে নিতে পারছেন না।
এলাকার বিভিন্ন বিভিন্ন গ্রাম থেকে গ্রাহক ছৈল মিয়া, আবুল কাশেম. হোসেন আহমদ, বিল্লাল আহমদ, লাল মিয়া, আনোয়ার হোসেন জানান, স্থান ভেদে নেটওয়ার্ক আপ-ডাউন করছে। বর্তমানে ইন্টারন্টে একেবারে ধীরগতির হয়ে গেছে। করোনা আতষ্কে মানুষকে ঘরমুখি করতে এ অবস্থা থেকে উত্তরণের দাবি জানিয়েছেন তারা। নেটওয়ার্ক সমস্যার বিষয়ে জানতে গ্রামীন ফোনের ১২১ নাম্বারে কল দিয়ে অভিযোগ করার প্রায় এক বছর পেরিয়ে গেলেও ব্যবস্থা নেয়নি গ্রামীণ ফোন কতৃপক্ষ অভিযোগ।
এলাকাজুড়ে গ্রামীণ ফোনের নেটওয়ার্কের খুবই খারাপ অবস্থা। গ্রামীণ ফোন সিম নম্বর ব্যবহারকারীরা রীতিমত চরম দুর্ভোগে ভুগছে।
এখানে কয়েক হাজার মানুষ গ্রামীনফোনের সিম ব্যবহার করে। তারপরেও কোম্পানী বিষয়টি নজরে নিচ্ছেন না। গ্রামীণ সিমের নেটওয়ার্ক এ অবস্থা চলতে থাকলে গ্রামীনফোন সিম ব্যবহারকারী গ্রাহকরা সিম বয়কট করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
গ্রামীণফোন সিমের এমন বাজে সার্ভিসের জন্য এখানকার সংবাদ মাধ্যম কর্মীরা দারুন অসুবিধার মধ্যে পড়েছেন। নেটওয়ার্ক সমস্যার কারনে সঠিক সময়ে সংবাদ (নিউজ) প্রকাশ করতে পারছেন না।
এদিকে গ্রামীনফোন কর্তৃপক্ষ দ্রুততার সহিত বিষয়টি জরুরী আমলে নিয়ে ভোগান্তি দুর করবেন বলে এমনটাই আশা করছেন এলাকাবাসি। অন্যতায় দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক বিড়ম্বনায় বিব্রত গ্রাহকরা আন্দোলনে যাবে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages