ভালুকায় ইমাম গাড়ী ও প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত আহত ২ জন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 22 August 2020

ভালুকায় ইমাম গাড়ী ও প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত আহত ২ জন

শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
শনিবার সকালে  ঢাকা ময়মনসিংহ মহা সড়কের ভালুকা ডিগ্রি কলেজ সংলগ্ন ময়মনসিংহ থেকে আসা ঢাকা গামী ইমাম পরিবহন ও রাজেন্দ্রপুর থেকে আসা প্রাইভেটকার ইউটার্নে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাইভেটকার এর ড্রাইভার সহ ৬ জন নিহত হয়। আহত দুই জনকে চিকিৎসার জন্যে হাসপাতালে  প্রেরণ করা হয়।
নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে জানাযায় নিহত, হাসনা ও নাজমা দুই বোন , হাসনার ৮ বছর বয়সী ছেলে হাসিবুল, হাসনার বাবা হযরত আলী, হাসনার মা, ও ড্রাইভার রাজেন্দ্রপুর বিমান বাহিনী রোড নিজ বাসা থেকে ত্রিশাল আমিরাবাড়ী শিমুলিয়া বাজার বড়গাঁও গ্রামের বাড়ীতে যাওয়ার পথে সকাল আনুমানিক ৮.৩০মিনিট ঘটনা স্থলে নিহত হয়।
নিহতদের ভালুকা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ১ ঘন্টা যাবৎ উদ্ধার করে ভরাডোবা  হাইওয়ে পুলিশ ফাঁড়িতে লাশ প্রেরণ করেন।
হাসনার স্বামী মালশিয়া প্রবাসী করিম জানান তাদের রাজেন্দ্রপুর বিমানবাহিনী রোডে নিজস্ব বাড়ী রয়েছে সেখান থেকে আজ সকালে গ্রামের বাড়ী ত্রিশাল বড়গাঁও বেড়াতে যাচ্ছিল।
নিহত হাসনার মামাত ভাই সোহেলের সাথে কথা বলে নিহতদের তথ্য পাওয়া যায়।
 
 
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages