মুজিববর্ষ উপলক্ষে আটোয়ারীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষ রোপন কার্যক্রম - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 26 August 2020

মুজিববর্ষ উপলক্ষে আটোয়ারীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষ রোপন কার্যক্রম

নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় জেলা থেকে:

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশে ১ কোটি বৃক্ষ চারা রোপন বাস্তবায়ন কর্মসুচির আওয়াতায় পঞ্চগড়ের আটোয়ারীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ১০ হাজার বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডাঃ মোঃ আকরাম হোসেন চৌধুরী ভার্চুয়াল সভার মধ্য দিয়ে এই বৃক্ষ রোপনের উদ্বোধন করেন।

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পঞ্চগড় রিজিয়নের নির্বাহী প্রকৌশলী রেজা মোঃ নুরে আলম, সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ উপস্থিত থেকে এই বৃক্ষ চারা রোপন করেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে পঞ্চগড় জেলায় গভীর নলকূপ এলাকায় ১০ হাজার বৃক্ষ চারা রোপন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। 




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages