বাঁশখালীসহ চট্টগ্রামের ৮ উপজেলায় ২৩৮টি প্রধানমন্ত্রীর ‘স্বপ্নের সবুজ বাড়ি’ উদ্বোধন শনিবার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 21 January 2021

বাঁশখালীসহ চট্টগ্রামের ৮ উপজেলায় ২৩৮টি প্রধানমন্ত্রীর ‘স্বপ্নের সবুজ বাড়ি’ উদ্বোধন শনিবার

মোহাম্মদ ছৈয়দুল আলম:

আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহারমুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন অসহায় ভূমিহীন গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে এসব গৃহহীনদের স্বপ্নের সবুজ বাড়ি চারদিকে ইটের দেয়াল এবং মাথার ওপরে দেওয়া হচ্ছে সবুজ টিনের ছাউনি দেশজুড়ে আজ ২৩ জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ- প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর বছরে অর্থাৎ মুজিববর্ষে এটিই হচ্চে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

মুজিববর্ষে বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে নাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর উদ্যোগ নেয়া হয়েছে প্রতিটি বাড়ি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা সে হিসেবে চট্টগ্রামের বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, রাঙ্গুনিয়া ফটিকছড়ি উপজেলায় সবুজ বাড়ী তৈরীর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুকূলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে

মুজিববর্ষে সবুজ বাড়ি পাচ্ছে চট্টগ্রামের এক হাজার ৩৭৪টি গৃহহীন পরিবার চট্টগ্রাম জেলার আট উপজেলায় যাদের জমি এবং ঘর নেই- স্থানীয় প্রশাসনের তত্বাবধানে তাদেরকে সবুজ বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গুচ্ছগ্রাম (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী এবং ফটিকছড়িতে হাজার ৩৭৪টি গৃহহীন পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে

এর মধ্যে রাঙ্গুনিয়ায় ৬৫টি, পটিয়ায় ৫০২টি, চন্দনাইশে পাঁচটি, সাতকানিয়ায় ১৩৪টি, লোহাগাড়ায় ১৮টি, বাঁশখালীতে ২৫টি এবং ফটিকছড়িতে ৬০০টি গৃহহীন পরিবার শতাংশ খাস জমির বন্দোবস্তসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকার এসব নতুন ঘর পাবেন

প্রথমপর্যায়ে এক হাজার ৩৭৪টি গৃহহীন পরিবারের মধ্যে ২৩৮টি পরিবারের মধ্যে শতাংশ জমি বন্দোবস্তসহ নতুন ঘর বুঝিয়ে দেওয়া হবে

বাকিরা পর্যায়ক্রমে সরকারি খাস জমি বন্দোবস্ত নতুন সেমিপাকা ঘর পাবেন এইসময়ে নতুন ঘর পাওয়াদের মধ্যে রাঙ্গুনিয়ার ১০টি, পটিয়ার ৬০টি, চন্দনাইশের ৫টি, সাতকানিয়ার ২৫টি, লোহাগাড়ার ১৮টি, বাঁশখালীর ২৫টি এবং ফটিকছড়ির ৭০টি গৃহহীন পরিবার রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

ইতোমধ্যে ২৩৮টি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুকূলে ৪০ কোটি লাখ ৯৮ হাজার টাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা ইটের দেওয়াল, কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি এসব সেমিপাকা ঘরে দুইটি শয়নকক্ষ, একটি খোলা বারান্দা, একটি রান্না ঘর এবং একটি শৌচাগার থাকবে

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. জাকারিয়া জানান, মুজিববর্ষের উপহার হিসেবে সরকার ক্যাটাগরিতে যারা ভূমিহীন গৃহহীন তাদের এবং ক্যাটাগরিতে যাদের ভূমি আছে কিন্তু গৃহ নেই তাদের নতুন ঘর তৈরি করার উদ্যোগ নিয়েছে তিনি বলেন, ক্যাটাগরির অন্তর্ভূক্ত ভূমিহীন এবং গৃহহীন চট্টগ্রামের হাজার ৩৭৪টি পরিবারের তালিকা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম এর মধ্যে প্রথম পর্যায়ে ২৩৮টি পরিবারকে জমি ঘর নির্মাণ করে দিতে বরাদ্দ দেওয়া হয়েছে বাকিদের পর্যায়ক্রমে জমি বন্দোবস্তসহ ঘর নির্মাণ করে দেওয়া হবে

এইদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে নাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের বাস্তাবায়নে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভূমিহীন গৃহহীন ২৫টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর স্বপ্নের সবুজ বাড়িআশ্রয়ণের অধিকার- শেখ হাসিনার উপহার’ ‘শেখ হাসিনার অবদান-গৃহহীনের বাসস্থানএরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জানুয়ারী ২০২০-২১ অর্থবছরে বাঁশখালী উপজেলায় গুচ্ছগ্রাম ২য় পর্যায়ে (সিডিআরপি) প্রকল্পের অধীনে ভূমিহীন গৃহহীন অর্থাৎশ্রেণীর জন্য শতাংশ খাসজমি বন্দ্যোবস্ত প্রদানপূর্বক (দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা) সবুজ বাড়ি প্রদান করা হবে এরই ধারাবাহিকতায় বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের দীঘিপাড় এলাকার গুচ্ছগ্রামে সরকারিভাবে ২৫টি ভূমিহীন গৃহহীন পরিবারকে একটি করে ঘর দেয়া হচ্ছে আশ্রায়ণ- প্রকল্প সারাদেশে ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে ২৩ জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলায় যাদের জমিও নেই, ঘরও নেই এই প্রকল্পের আওতায় প্রতিটি গৃহে ইটের দেওয়াল, কংক্রিটের মেঝে এবং রঙ্গিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শয়ন কক্ষসহ একটি রান্নাঘর, টয়লেট সামনে খোলা বারান্দা কাজের মান যথাযথ আছে কিনা তা যাচাই বাছাই করার জন্য প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ বাঁশখালী উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা তা নিয়মিত তদারকি করে যাচ্ছেন গৃহ নির্মাণের ব্যাপারে বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে বাঁশখালীতে ২৫টি ঘর নির্মাণ করা হয়েছে

উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সাথে বাঁশখালী প্রেসক্লাবের নেতৃত্ববৃন্দ

উদ্বোধনীয় বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসা মোমেনা আক্তার বাঁশখালী প্রেসক্লাবের নেতৃত্ববৃন্দ স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা করেন, এতে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক স্থানীয় দৈনিক পত্রিকা সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কণ্ঠ দৈনিক সুপ্রভাত প্রতিনিধি উজ্বল বিশ্বাস, সহ-সভাপতি দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি জাকের আহামদ, সাধারণ সম্পাদক সি-প্লাস টিভি দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জসিম উদ্দিন, সহ- সাধারন সম্পাদক দৈনিক বিজয় প্রতিনিধি এনামুল হক রাশেদী, সাংগঠনিক সম্পাদক দৈনিক সমাচার দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মো. ছৈয়দুল আলম, অর্থ সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি জাহেদুল ইসলাম মিরাজ, সহ-অর্থ সম্পাদক বিজয় টিভি দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি মো. দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, ক্রীডা সম্পাদক দৈনিক মানব জমিন প্রতিনিধি মুহাম্মদ মহিউদ্দিন সদস্য এসএনটিভি প্রতিনিধি মো: সরওয়ার আলম চৌধুরী প্রমূখ

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় উপজেলায় ভূমিহীন গৃহহীনদের জন্য পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে উপজেলায় প্রথম দফায় ২৫টি ভূমিহীন গৃহহীন পরিবার পাচ্ছেন ওই ঘর এই ঘরগুলো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আগামী ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন তিনি সাংবাদিকদের উদেশ্য বলেন, সারা দেশের ন্যায় বাঁশখালীতেআশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহারমুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় প্রথম দফায় ২৫টি অসহায় ভূমিহীন গৃহহীন পরিবার এছাড়াও আগামী মাসে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের আরো ২২টি গৃহ নির্মান করা হবে সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো বাস্তবায়নে তিনি মিড়িয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন

ব্যাপারে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাঁশখালীতে আগামী ২৩ জানুয়ারি ২৫টি পরিবারকে প্রধানমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গৃহ হস্তান্তর করা হবে

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages