স্বাধীনতাবিরোধী চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান-রাষ্ট্রপতি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 17 December 2022

স্বাধীনতাবিরোধী চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান-রাষ্ট্রপতি

একুশে মিডিয়া রিপোর্ট:

সংবিধানবিরোধী যেকোনো অপতৎপরতা স্বাধীনতাবিরোধী চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  শনিবার ১৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান’

বাংলাদেশের সংবিধান কার্যকরের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি বলেন, সংবিধানবিরোধী যেকোনো অপতৎপরতা এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতাবিরোধী চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকতে হবে ব্যক্তি, গোষ্ঠী দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার কখনো শুভ হতে পারে না।’

দলমত নির্বিশেষে সবাইকে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। সংবিধানের পবিত্রতা মর্যাদা অক্ষুণ্ন রাখতে নির্বাহী, আইন বিচার বিভাগকে সম্মিলিতভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন রাষ্ট্রপ্রধান’।

বিচার বিভাগ আইনজীবীদের এক্ষেত্রে অগ্রণী ভুমিকা রাখতে বলেন তিনি গণতন্ত্রের চর্চা মূল্যবোধের বিকাশ যত বাড়বে, সংবিধানের কার্যকারিতা এবং মর্যাদাও তত বেশি বাড়বে বলে মনে করেন রাষ্ট্রপতি

আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি শান্তি সঙ্কটে সংবিধানের অভিভাবক রক্ষক হিসেবে মর্যাদাপূর্ণ ভূমিকা পালন করছে’।

দেশ, জনগণ সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকরা তাদের মেধা মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ন্যায়বিচার নিশ্চিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রকাশনা স্মারকফিফটি ইয়ার্স (১৯৭২-২০২২) লিটারেচার অ্যান্ড লিগেসি অব সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন করেন’।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া, আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির আপিল বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান।’

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages