মহেশপুরে ইট ভাটায় কাঠ পোড়াতে ভাটার সঙ্গেই করাতকল - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 18 January 2023

মহেশপুরে ইট ভাটায় কাঠ পোড়াতে ভাটার সঙ্গেই করাতকল

রবিউল ইসলাম, ঝিনাইদহ :

ই-একুশে মিডিয়া

ইটের ভাটায় কাঠ পোড়ানো যাবে না, সরকারের এমন কঠোর আইন থাকলেও ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামে রাফি ইট ভাটার  রয়েছে  করাতকল এই করাতকল থেকে কাঠ কেটে ভাটাই ব্যবহার করা এই অবস্থা দীর্ঘ কয়েক বছর চললেও কারো কোনো পদক্ষেপ নেই

ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করলে তিন বছরের কারাদণ্ড এবং অনধিক তিন লাখ টাকা জরিমানার বিধান থাকলেও কেউই মানছে না সেই আইন

পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে মহেশপুর উপজেলায় ২৪টি ইট ভাটা রয়েছে করিম,আলম আসাদ ৩টি ভাাটা ছাড়া বাকি গুলো অনুমোতি বিহিন ভাবে প্রশাসনকে মেনেজ করে ভাটা চালাচ্ছে প্রতিটি ইটভাটায় বছরে ৪৫ থেকে ৫০ লাখ ইট তৈরী করেন  আর এই পরিমান ইট পোড়াতে অবৈধ্য ভাটা গুলোতে কাঠের ব্যবহার করতে হয় হাজার হাজার মন বিপুল পরিমান কাঠের সবই কাঠুরে দিয়ে দুর থেকে ফাঁড়াই করে আনতে হয় যা অনেক ভাটা মালিকদের পক্ষে কষ্টকর হয়ে যায়

খোজ নিয়ে জানাযায় কথিত ভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক রুবেল নিজেই রাফি ব্রিকস্এর মালিক এই কারনে ভাটার সঙ্গেই করাতকল স্থাপন করে নিয়েছেন করাতকলে কাঠ কাটা হচ্ছে আর ভাটাই ব্যবহার হচ্ছে

সরেজমিনে ভাটায় গিয়ে দেখা গেছে, উপজেলার পদ্মপুকুর-শ্যামকুর সড়কের পাশে পদ্মপুকুর গ্রামের মাঠে বিশাল জায়গা নিয়ে প্রতিষ্ঠিত রাফি ব্রিকস্ এই ভাটার গোটা এলাকা জুড়েই রাখা হয়েছে কাঠ আর কাঠ নানা প্রজাতির ছোট-বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে ভাটাটির দক্ষিন পাশে বসানো হয়েছে করাতকল করাতকলের  চারিপাশে কাঠের স্তুপ এই করাতকলে কাঠ ফাঁড়াই করা হচ্ছে আর তা ফেলা হচ্ছে ভাটায় চুলায় জ্বালানি হিসেবে কাঠই তাদের ভরসা

 নাম প্রকাশে অনিচ্ছুক ভাটার এক শ্রমিক জানান,ভাটা মালিক সমিতির সেক্রেটারীর ভাটা এসব কোন ব্যাপার না এলাকাবাসীর প্রশ্ন খোদ ভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক যদি এভাবে ইটভাটার ভিতরে করাত কল বসিয়ে প্রকাশ্যে কাঠ পোড়াতে পারে তাহলে অন্যরা তো পোড়াবেই 

পদ্মপুকুর গ্রামের করিম হোসেন জানান, বেশ কয়েক বছর এরা এভাবে ভাটার সঙ্গে করাতকল রেখে সেটাতে কাঠ কেটে ভাটায় ব্যবহার করছেন প্রতি বছরই হাজার হাজার মন কাঠ ব্যবহার করা হয়এই ভাটাগুলোর মালিক তারা স্থানিয় ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেন না যে কারনে তারা বড় বড় গাছ কেটে নিজেদের প্রয়োজন মতো ফাঁড়াই করে চুলায় ব্যবহার করছেন

ভাটার সঙ্গে সংশ্লিষ্ট কাঠ ব্যবসায়ী মিলন জানান, কয়লার দাম বেশি হওয়ায় রাফি ব্রিকসসহ অধিকাংশ ইট ভাটা কাঠের উপর নির্ভর করেই চলছে এখানে কয়লার ব্যবহার হয় না একটি ভাটায় বছরে আনুমানিক ৫০ হাজার মন কাঠের প্রয়োজন হয় যা বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে তিনি আরো জানান, এই গাছ ইচ্ছামতো ফাঁড়াই করে ভাটায় ব্যবহারের সুবিধার জন্য ভাটার সঙ্গেই করাতকল বসিয়ে নিয়েছেন রাফি ব্রিকস 

 ইটভাটার ভিতরে করাতকল বসিয়ে প্রকাশ্যে কাঠ পোড়ানোর কথা স্বীকার করে ভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক রাফি ব্রিক্সের মালিক রুবেল প্রতিবেদককে জানান,আপনি কোন ক্লাবের সদস্য আপানার সভাপতির সাথে কথা বলেন সব ঝামেলা মেটানো আছে তিনি আরো বলেন,উপজেলায় যতগুলো ক্লাব আছে আমি নিজে হাতে সব ক্লাবের সাথে ঝামেলা মিটিয়েছি 

ভাটা মালিক সমিতির সভাপতি বাহার ইট ভাটার মালিক এস,এম মিজানুর রহমান বলেন, উপজেলার ভাটা গুলো সবই বৈধ আবার সবই অবৈধ যেহুতু ইট একটি গুরুত্বপূর্ন বস্তুু সেই দিক থেকে ভাটা মালিক সমিতি কম-বেশি সকলের সাথেই সমন্নয় করে নিয়েছে গভমেন্ট যদি চাই ইট বাদে চলবে, তাহলে আমাদের ইট না কাটলেও চলবে 

জেলা বন পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক শ্রী রুপ মজুমদার বলেন,মহেশপুর উপজেলায় ৩টি বৈধ ২১ টি অবৈধ ভাটা রয়েছে তবে ভাটার সঙ্গে করাতকল রাখার বিষয়টি তাদের জানা নেই তিনি আরও বলেন আমরা উপজেলায় টি অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করেছি আগামীতে বাকি ভাটা গুলোতে অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের অভিযান চলমান থাকবে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages