পেকুয়ায়২৫টি অবৈধ করাতকলে গিলে খাচ্ছে সরকারি বনাঞ্চল! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 12 May 2023

পেকুয়ায়২৫টি অবৈধ করাতকলে গিলে খাচ্ছে সরকারি বনাঞ্চল!

এইচ এম শহিদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

কক্সবাজার পেকুয়ায় করাতকলের প্রতিযোগিতা চলছে।একের পর এক করাতকল বসানোর হিড়িক পড়েছে পেকুয়ায়। বনভূমি ধ্বংস করে বনের গাছ গিলে খাচ্ছে অন্তত ২৫টি অবৈধ করাতকল। এতে করে পরিবেশ বিপর্যয়সহ ধ্বংস হচ্ছে সংরক্ষিত বনভূমি। সম্প্রতি বনভূমি ধ্বংসের প্রতিযোগিতায় নেমেছে কিছু অসাধু গাছ ব্যবসায়ী। গাছ ব্যবসার পাশাপাশি চলছে করাতকল বসানোর প্রতিযোগিতা। এসব করাতকলের মালিক সবাই গাছ ব্যবসায়ী

স্থানীয় পরিবেশবাদীদের অভিযোগ, সংরক্ষিত বনভূমিতে গড়ে উঠছে বিশাল বিশাল দালান। রাতারাতি স্থাপিত হচ্ছে বসতি। তাছাড়া সংশ্লিষ্টদের ম্যানেজ করে উপজেলার বিভিন্ন স্থানে চালানো হচ্ছে ২৫টি অবৈধ করাতকল। তাই কাউকে পরোয়া না করে এসব করাতকলে স্থান পাচ্ছে সংরক্ষিত বনভূমি থেকে চুরি করে কেটে আনা বিভিন্ন প্রজাতির গাছ এতে উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে কমে আসছে সেগুন, গর্জনসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ। চুরি হচ্ছে প্রতিনিয়ত সামাজিক বনায়নের বৃক্ষ

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন রক্ষায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পূর্বের তুলনায় অবৈধ গাছ পাচার অনেকটা আয়ত্বে এসেছে তবে জনবল সংকটসহ বিবিধ কারণে গাছ চোর বনভূমি দখলদারদের নির্মূলে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া অবৈধ করাতকলের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছ। শীঘ্রই অবৈধ করাতকলগুলো উচ্ছেদ করা হবে বলে আশ্বস্ত করেছে

জানাগেছে,পেকুয়া সদরে ১২টি,বারবাকিয়ায় ৪টি,শিলখালীতে ২টি, টইটংয়ে ৪টি রাজাখালীতে ৩টি অবৈধ করাতকল বসানো হয়েছে। এসব করাতকলে শোভা পেয়েছে বঞ্চালের বিভিন্ন প্রজাতির গাছ। এসব গাছ চিরাই করে বিভিন্ন প্রান্তে পাচার করছে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages