শীঘ্রই বাজারে আসছে, কালিপুরের লিচুর সুগন্ধি জনপদে - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 6 May 2023

শীঘ্রই বাজারে আসছে, কালিপুরের লিচুর সুগন্ধি জনপদে

মোহাম্মদ ছৈয়দুল আলম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

নির্ধারিত সময়ের আগে বাজারে আসার অপেক্ষায় কালিপুরের সুস্বাদু লিচু তীব্র তাপদাহের কারণে আগেভাগেই বাজারে আসবে সুস্বাদু লিচু  চট্টগ্রামসহ সারাদেশে কালিপুরের লিচুর চাহিদাই আলাদা এই লিচু পেতে অনেকেই দূরদুরান্ত থেকে ছুটে আসেন এখানে এবছর তাপমাত্রার হার বেশি হওয়ায় সুস্বাদু এই লিচু নির্ধারিত সময়ের আগে বাজারে আসতে পারে এরইমধ্যে সবার আগে লিচুর স্বাদ নিতে ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে

গত বর্ষা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় লিচু বাগানে প্রযুক্তি ব্যবহার করে পানি দিচ্ছেন অনেক বাগান মালিকরা অন্যান্য বছরের তুলনায় বছর শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছে তাই লিচু বাগানের পিছরে খরচও অনেক বেশি হচ্ছে

এবার ফলনও বেশ ভালো হয়েছে চায়না-থ্রি চায়না-টু জাতের লিচু ঝুলছে গাছে গাছে উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা যায়, বাঁশখালীতে উপজেলার কালীপুর, পুঁইছড়ি, চাম্বল, জলদী, বৈলছড়ি, সাধনপুরের পাহাড়ি এলাকায় লিচু চাষ হয় ২০২০ সালে ৬০০ হেক্টর, ২০২১ সালে ৭০০ হেক্টর, ২০২২ সালে ৭২০ হেক্টর, চলতি বছর ৭৬০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে প্রতি হেক্টরে বীজের গাছ হয় প্রায় ২২০টি কলমের নতুন জাতের চারা হয় ২৬০টি

উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর বৈলছড়িতে কিলোমিটার পাহাড়ি এলাকাজুড়ে সড়কের পাশে, বাড়ির আঙ্গিনায়, পাহাড় লোকালয়ের বাগানে গাছে ঝুলছে থোকায় থোকায় লিচু গাছের সঙ্গে টিন-জাল টাঙিয়ে চলছে পাখির কবল থেকে ফল রক্ষার চেষ্টা

ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহেই বাজারে মিলবে মধুমাসের এই রসালো ফল বাগান মালিকদের সঙ্গে পাইকাররা ব্যস্ত দর কষাকষিতে অনেক বাগান আগেই কিনে নিয়েছেন স্থানীয় পাইকারী ব্যবসায়ীরা বছরে বছরে বাঁশখালীর পাহাড়ী এলাকায় লিচুর চাষাবাদ বাড়ছে

কালীপুরের লিচু বাগান মালিকরা জানান, অনেক বাগানের লিচু পাইকারী ব্যবসায়ীদের কাছে আগাম বিক্রি করেছি ফলন ভালো হয়েছে গত বছর একশ লিচু ২০০-৪০০ টাকায় বিক্রি হয়েছে এবার আরো বেশি দামেই বিক্রি হবে বলে আশা করছি কালীপুরের লিচুর আলাদা কদর আছে বাজারে

কালীপুরের ঋষিধামে বাগান বর্গা নেয়া নাছির উদ্দীন বলেন, এবছর তাপমাত্রার হার বেশি হওয়ায় সুস্বাদু এই লিচু নির্ধারিত সময়ের আগে বাজারে আসতে পারে গত বর্ষা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় লিচু বাগানে পানি দিতে হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় বছর শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছে তাই লিচু বাগানের পিছরে খরচও অনেক বেশি হচ্ছে

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সালেক বলেন, বাঁশখালীতে স্থানীয় উন্নত জাতের কালীপুরী লিচু, বোম্বাই, চায়না-থ্রি, মোজাফ্ফরপুরী লিচুর আবাদ বেড়েছে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য মৌসুমী ফলের মতো লক্ষ্যমাত্রার চেয়ে লিচুর ভালো ফলন হয়েছে -৫দিনের মধ্যে আগাম জাতের লিচু বাজারে আসবে বছর ৭৬০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে আমরা কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বাগান মালিকদের সহযোগিতা করেছি

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages