বাঁশখালীতে সোর্স সন্দেহে ক্রস ফায়ারে নিহত দুই ডাকাতের ছেলের হাতে কৃষক খুন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 8 May 2023

বাঁশখালীতে সোর্স সন্দেহে ক্রস ফায়ারে নিহত দুই ডাকাতের ছেলের হাতে কৃষক খুন

স্টাফ রিপোর্টার:

ই-একুশে মিডিয়া

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের দক্ষিণ সরলের হাজিরখীল গ্রামে র‌্যাবের সোর্স সন্দেহে ক্রস ফায়ারে নিহত দুই ডাকাতের ছেলের হাতে হামিদ উল্লাহ (৩৮) নামের এক কৃষক খুন হয়েছে এবং আহত হয়েছে তার স্ত্রী মরতুজা বেগম(২৮) মরতুজাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

পুলিশ সূত্র জানা গেছে,  সোমবার (৮মে) ভোররাত সাড়ে ৩টায় কৃষক হামিদ উল্লাহ তৈরী নতুন বেড়ার ঘরে ২০১৯ সালে ক্রস ফায়ারে নিহত ডাকাত জাফর আহম্মদ প্রকাশ জাফর মেম্বার এবং ডাকাত মো. খলিলের ছেলেরা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে পুলিশ আরও জানিয়েছে, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমির বিরোধ, জায়গার দালালির ভাগভাটোয়ারা, পারস্পরিক মামলা মকদ্দামার বিরোধ এবং র‌্যাবের ক্রয় ফায়ারে নিহতের ঘটনাসহ বিভিন্ন ধরণের বিরোধের কাহিনী প্রকাশ্যে প্রচার রয়েছে

এছাড়া ক্রস ফায়ারে নিহত ডাকাত জাফর আহম্মদ প্রকাশ জাফর মেম্বারের স্ত্রী রহিমা আক্তার বর্তমানে সরল ইউনিয়নের , ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য সকাল ১০ টায় সোমবার সরেজমিন ঘুরে দেখা গেছে, নিহত হামিদ উল্লাহ (৩৮)’ স্বজনরা শোকে আত্মবিলাপ করছে ওইসময় বোন জোহরা বেগম আত্ম বিলাপ করে চিৎকার করে বলছে আমার ভাই গত শুক্রবার ( মে) দোয়া দুরুত পড়ে বেড়ার তৈরী নতুন বাড়ি করে ঘরে ওঠেছে ওই ঘরেই রাতে / জন সন্ত্রাসী কিরিচ দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন করে হত্যা করেছে

২০১৯ সালে ডাকাত জাফর খলিল ্যাবের ক্রস ফায়ারে নিহত হয় এর পর থেকে ওদের ছেলে মো. মোরশেদ(২৮), মো. মিনহাজ (২০), এহসান(২৮), মো. মুনাফ(৩৫)সহ অনেকে দীর্ঘদিন ধরে হাটতে বসতে হুমকি দিয়ে আসছিল ্যাবের সোর্স মনে করে আমার ভাই মো. হামিদকে সেই ঘটনার রেশ ধরে হত্যা করেছে আমার ভাইয়ে ছেলে মেয়ে অবুঝ শিশু রয়েছে বাবাকে হারিয়ে সন্তানরা অসহায় হয়ে গেছে ক্রস ফায়ারে নিহত জাফরের স্ত্রী ইউপি সদস্য রহিমা আক্তার বলেন, রাতে আমার ছেলে মোরশেদ বাড়িতে ঘুমে ছিল আমার ছেলে খুন করেনি তবে হামিদের সাথে আমাদের জায়গা জমির বিরোধ আছে কারা খুন করেছে জানি না

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, জায়গা জমির বিরোধ এবং ্যাবের ক্রয় ফায়ারে নিহতের ঘটনার র্সোস সন্দেহে হামিদ উল্লাহ খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে তবে পুলিশ ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছে খুনিদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages