![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইলের উন্নয়নের লক্ষে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তাঁর এ সকল প্রশংসিত উদ্যোগের ফলে নড়াইলের আইনশৃঙ্খলা বর্তমানে খুবই সন্তোষজনক অবস্থানে রয়েছে। নড়াইলে কর্মরত পুলিশদের সঠিকভাবে দায়িত্ব পালনের লক্ষে একটি অফিসের প্রয়োজনীয়তা অনুধাবন করে নড়াইলের পুলিশদের জন্য নতুন একটি পুলিশ অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি।
মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় নড়াইলের পুরাতন পুলিশ অফিসের সাথে নতুন এ ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদদ জাহিদুল ইসলাম, পিপিএম, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইলের সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।
ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, বিশৃঙ্খলা এড়াতে নড়াইল জেলা পুলিশ সর্বদা সচেষ্ট। সেই সাথে পুলিশের নিরন্তর পরিশ্রমের ফলে নিয়মিত মাদক, জঙ্গি ও সন্ত্রাসের আখড়ায় অভিযান চালানো হয়।
এ সকল অভিযানের অধিকাংশই সফল হচ্ছে নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দের পরিশ্রমের ফলে। তারা যাতে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে এ লক্ষে এ অফিসটি স্থাপন করা হচ্ছে। এতে করে নড়াইল জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন করতে অনেক সুবিধা হবে। ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে উপস্থিত অতিথিদের মাঝে মিষ্টিও বিতরণ করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment