
ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
গ্রিসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। এছাড়া দাবানলের আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অ্যাথেন্স শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে মাটি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়েছে।
দেশটির সরকারি মুখপাত্র দিমিত্রিৎস তজাকোপোলোস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

দাবানলের নিহত ২০ জনের মধ্যে ১৬ জনই শিশু। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments:
Post a Comment