দাবানলের আগুনে পুড়ে প্রাণ গেল ২০ জনের!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 23 July 2018

দাবানলের আগুনে পুড়ে প্রাণ গেল ২০ জনের!-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
গ্রিসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। এছাড়া দাবানলের আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অ্যাথেন্স শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে মাটি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়েছে।
দেশটির সরকারি মুখপাত্র দিমিত্রিৎস তজাকোপোলোস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
দেশটির অন্যতম প্রধান দুটি বনে লাগা আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়েছে। ওই এলাকার অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।
দাবানলের নিহত ২০ জনের মধ্যে ১৬ জনই শিশু। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর বসনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস চিপ্রাস ফায়ার সার্ভিস প্রধান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। অ্যালেক্সিস সাংবাদিকদের বলেছেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। যা যা করার দরকার মানবিকভাবে সব করা হবে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages