৬ আসনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত: ওবায়দুল কাদের। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 21 November 2018

৬ আসনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত: ওবায়দুল কাদের। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মঈন উদ্দীন, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে ৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থী কারা জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দলের এ সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জরিপে এগিয়ে থাকলেও বিতর্কের কারণে কক্সবাজারের আব্দুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান খান রানাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আবদু রহমান বদির স্থালে তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী মনোনয়ন দিচ্ছেন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে রানার স্থালে মনোনয়ন পাচ্ছেন তার বাবা আতাউর রহমান খান।
তিনি আরও বলেন, ‘মাশরাফি নড়াইল-২ আসনেই নির্বাচন করবে। ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। উনি এই আসনটি জোটের জন্য সেক্রিফাইস করেছেন।’
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনা দুটি আসনে নির্বাচন করবেন। একটি টুঙ্গিপাড়া আরেকটি পীরগঞ্জ আসনে।
দলের বাকি সবাই একটি আসনে নির্বাচন করবে। আমি (দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) এবার নোয়াখালী-৫ আসনে নির্বাচন করবো বলেও জানান তিনি।
আসন বণ্টন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে। চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করা হবে।



একুশ মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages