মোরেলগঞ্জে জামায়াত ও ইসলামী আন্দোলনের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 26 September 2025

মোরেলগঞ্জে জামায়াত ও ইসলামী আন্দোলনের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

অন্তরবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজন জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং বিভিন্ন কমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশনের ১৬৬টি প্রস্তাবের আলোচনায় ৮৪টি প্রস্তাবের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই অংশ হিসেবে সারাদেশের ন্যায় মোরেলগঞ্জ উপজেলাতেও কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় সমর্থক, নেতা-কর্মীদের অংশগ্রহণে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাজারের কাপুডিয়া পট্টির প্রধান সড়কে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন পৌর জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাস্টার মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা সেক্রেটারি মোঃ মাকসুদ খানসহ উপজেলা যুব বিভাগ ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অন্যদিকে, জাতীয় নির্বাচন পদ্ধতিতে পিআর পদ্ধতি প্রবর্তন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এইচএম সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের শুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা আব্দুল জাহিদ (দা.বি.) প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুর রহমান এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নূরী। এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages