কর্ণফুলীতে জমি সংক্রান্ত সালিশি বৈঠকে হামলা, আহত শ্রমিক ও স্বেচ্ছাসেবক দল নেতা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 2 October 2025

কর্ণফুলীতে জমি সংক্রান্ত সালিশি বৈঠকে হামলা, আহত শ্রমিক ও স্বেচ্ছাসেবক দল নেতা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:


চট্টগ্রামের কর্ণফুলীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি নুর হোসেন আরজু (৩৫) ও শিকলবাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন (৩৩)।

এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহাজাহান (৪০) কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৬৩২) দায়ের করেছেন।

ঘটনাটি ঘটে গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার চরফরিদ এলাকার তৈয়ব শাহ সিএনজি লিমিটেডের পাশে। স্থানীয় সূত্রে জানা যায়, চরফরিদ এলাকায় ৮.৫ শতক জমি ক্রয়ের মাধ্যমে ২০২৩ সাল থেকে ভোগদখলে রয়েছেন মো. শাহাজাহান। সম্প্রতি তিনি উক্ত জমিতে বাউন্ডারি করার জন্য নির্মাণ সামগ্রী মজুত করেন এবং কিছু কাজ শুরু করেন।

তবে ওই জমির অংশ দাবি করে আবুল হাশেম (৫০), আবু মোক্তার (৩৫) ও নুরুন্নবী (৩৮)সহ কয়েকজন দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ নিয়ে সামাজিকভাবে সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

সর্বশেষ মঙ্গলবার দুপুরে বৈঠক বসলে সিদ্ধান্তে পৌঁছানোর আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জিডিতে উল্লেখ করা হয়েছে, বৈঠক চলাকালে অভিযুক্ত আবুল হাশেম, আবু মোক্তার ও নুরুন্নবীসহ অজ্ঞাত আরও ১৫-২০ জন লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলা চালায়। তারা বৈঠকে উপস্থিত নুর হোসেন ও মহিউদ্দিনকে মারধর করে গুরুতর আহত করে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা বৈঠকের পরিবেশ ভেঙে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সন্ত্রাসী কায়দায় ভয়ভীতি প্রদর্শন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ বলেন,
“জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় উভয় পক্ষই থানায় জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চলমান এই জমি বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সালিশি বৈঠকে হামলার ঘটনা ঘটায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages