বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালী প্রধান সড়ক চার লেন উন্নয়নের দাবিতে সিএনজি শ্রমিক ইউনিয়নের আয়োজিত মানববন্ধন ও পথসভায় অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম-কক্সবাজার বিকল্প সড়কের আনোয়ারা কালামারদিঘির পাড় থেকে বাঁশখালী হয়ে পেকুয়া পর্যন্ত অংশটি চার লেনে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন ধরে স্থানীয় জনসাধারণসহ পরিবহন মালিক ও শ্রমিকরা আন্দোলন করে আসছেন।
সড়কে যানবাহনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। এতে অসংখ্য প্রাণহানি ঘটছে এবং অনেকে আহত হচ্ছেন। জনদুর্ভোগ কমাতে ও দুর্ঘটনা রোধে দ্রুত চার লেন বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে বহুদিন ধরেই।
এই দাবির অংশ হিসেবে বাঁশখালী সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বাঁশখালী প্রধান সড়কে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব বাঁশখালী সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মনছুর এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি মাহমুদুল ইসলাম।
পথসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,
বৈলছড়ি
ষ্টেশনের
সভাপতি আবুল কালাম
ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জলদী ষ্টেশনের সভাপতি রহিম উদ্দীন
ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, গণ্ডামারা ষ্টেশনের সভাপতি মৌলানা বশির ও সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রেমবাজার ষ্টেশনের
সভাপতি মোহাম্মদ রাসেল,
চেচুরিয়া ষ্টেশনের সভাপতি মাহমুদুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ,
মোশরফ আলী মিয়ার বাজার ষ্টেশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ,
বশির উল্লাহ মিয়াজির বাজার ষ্টেশনের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সিএনজি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাঁশখালী প্রধান সড়ক চার লেন উন্নয়নের দাবিতে সিএনজি শ্রমিক ইউনিয়নের আয়োজিত মানববন্ধন ও পথসভায় অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বাঁশখালী উপজেলা থেকে পেকুয়া পর্যন্ত সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা সময়ের দাবি। জনগণের নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে এ প্রকল্প বাস্তবায়ন করা এখন অত্যন্ত জরুরি।”
তারা আরও বলেন, “যদি দ্রুত চার লেন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু না হয়, তাহলে পরিবহন শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
![]() |
|
বাঁশখালী প্রধান সড়ক চার লেন উন্নয়নের দাবিতে সিএনজি শ্রমিক ইউনিয়নের আয়োজিত মানববন্ধন ও পথসভায় অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। |




No comments:
Post a Comment