জেলা প্রশাসনের আশ্বাসে পুরুষশূণ্য গ্রামে ফিরতে শুরু করেছে পুরুষেরা ।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 23 November 2018

জেলা প্রশাসনের আশ্বাসে পুরুষশূণ্য গ্রামে ফিরতে শুরু করেছে পুরুষেরা ।একুশে মিডিয়া


এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
ডাকাত সন্দেহে ডিবি পুলিশকে পিটিয়ে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রাম ছিলো পুরুষ শূণ্য। এ হামলার ঘটনার  পুরুষশূন্য  ১২ দিন পার করেছিল গ্রামবাসী। অবশেষে জেলা প্রশাসনের আশ্বাসে মাটিকোমরা গ্রামে নিজ গৃহে ফিরতে শুরু করেছেন  পূরুষেরা । তবে আশ্বাসের পরো ভয়ে আছে অনেকে।

গত ৮ নভেম্বর ২০১৮ইং রাতে সন্দেহিত ভুয়া ডিবি পুলিশ ভেবে যশোরের ডিবি পুলিশের চার সদস্য'র ওপর হামলা করেছিল মাটিকোমরা গ্রামের মানুষ। হামলায় ডিবি পুলিশের চারজন মারাত্মক ভাবে জখম হন ও  তাদের ব্যবহৃত প্রাইভেট কারও ভাঙচুর করেছিল।
ঘটনার পর ওই রাত থেকে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪৪ জনকে আটক ও ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০/৮০ জনের নামে মামলা দায়ের হয়।
গ্রেফতারের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়ে উপজেলার মাটিকোমরা গ্রামটি। এতে করে বন্ধ ছিলো স্কুল, মাদ্রাসা সহ বাজার ঘাট। গ্রামের নারীরাও ছিলেন চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায়।
গত ১৭ নভেম্বর মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবিরোধী সমাবেশে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের আশ্বাসের পর থেকে আবার প্রাণ ফিরে পেয়েছে গ্রামটি। বাড়িতে ফিরতে শুরু করেছে পুরুষেরা।
এ ব্যাপারে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জানান, বিদ্যালয়ের আগের পরিবেশ ফিরে এসেছে। সকল শিক্ষার্থী বিদ্যালয়ে ফিরেছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার ফরম পূরণ সম্পূর্ণ হয়েছে। স্কুল, মাদ্রাসা, বাজার, মাঠ ঘাট সহ সর্বস্তরে স্বাভাবিক আছে।

একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages