স্মৃতিতে অম্লান মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 16 November 2018

স্মৃতিতে অম্লান মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-সাংবাদিক: সাজেদুল ইসলাম টিটু

বাংলার মানুষ শ্রদ্ধাভরে 
করছে স্বরণ তোমায়,
মরেও তুমি অমর হয়ে 
আছো স্মৃতির পাতায়।

কখনো ভুলি নাই, ভুলবোনা 
কখনো তোমাকে মাওলানা,
বাংলাদেশে অটুট রইবে 
তোমার বিজ্ঞ মুন্সিয়ানা।

অনুপ্রেরনার উৎস তুমি 
সমগ্র দেশবাসীর,
তোমার কর্ম ও আদর্শ 
হৃদয়ে বাংলাদেশীর।

মানব সেবায় কাটিয়েছ 
তুমি জীবন খানি তোমার,
কীর্তিতে তুমি অমর মহীয়ান 
মনটা বলছে আমার।

ফারাক্কা অভিমুখে যাত্রা 
তোমার বাংলার ইতিহাসে,
স্বর্ণাক্ষরে লিখা থাকবে 
নয়তো কভু তা মিছে।

তোমার মত নেতা বাংলা 
আর কি কখনো পাবে,
প্রজন্ম থেকে প্রজন্মরা 
তাই বসে বসে আজ ভাবে।

কত ইতিহাস কত ঘটনার 
জন্ম দিয়েছ তুমি,
বিনয় শ্রদ্ধায় বারে বারে 
কৃতজ্ঞ তাই আমি।

তোমার কথা বলতে বলতে 
ঠিক আসবে পেরেশানী,
স্বমহীমায় অম্লান তুমি 
মাওলানা ভাসানী।

ঐ পারেতে ভাল থেকো 
এই করি মোনাজাত,
আল্লাহ তোমায় জাহান্নাম 
থেকে যেন দেয় নাজাত।

জান্নাত থেকে দিয়ো তোমার 
রুহানী দোয়া মোদের,
আমরা যেন পথ না হারায় 
তোমার দেখানো পথের।

[আজ ১৭/১১/১৮ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমার এই ক্ষুদ্র প্রয়াস ]

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages