![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্রগ্রাম জেলার বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নে গত ২৯শে এপ্রিল ২০১৯ ইং তারিখে মাদক,বাল্য বিবাহ, জঙ্গিবাদ ইভটিজিং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সভাই কাথারিয়া ইউনিয়নের কমিউনিটি পুলিশের সভাপতি আবু তালেবের সভাপত্বিতে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল হোসেন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কাথারিয়া ইউনিয়নের চেয়্যারম্যন মোহাম্মদ শাহাজান, কাথারিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোহাম্মদ ইবনে আমিন,সাংবাদিক উজ্জল বিশ্বাস, মনজুরুল আলম,আবুল বশর, ওবাইদুল্লাহ,ছাবের আহম্মদ, জমির উদ্দিন নেছারি প্রমুখ।
সভাই বক্তারা বলেন মাদক বর্তমান সমাজে ভয়ানক ব্যাধিতে রুপ নিয়েছে,আপনারা পাড়া মহল্লাই মাধক ব্যাধির বিরুদ্ধে প্রতিরুদ গডে তুলুন, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিবাহ মানে বিপধ ডেকে আনা,কোথাও বাল্যবিবাহ হলে সাথে সাথে প্রশাসনকে খবর দিবেন, সন্ধার পর যেন কোন কিশোর কোন বাড়িতে না যাই সে দিকে অবিভাবকদের নজর রাখতে হবে।জঙ্গিবাদ কোন ধর্মেই সমর্থন করে না,জঙ্গিবাদ দেশের শত্রু সারা বিশ্বে এখন অশান্তির মুল কারন হচ্ছে জািঙ্গবাদ, আপনার ছেলে মেয়েরা যেন জঙ্গিবাদে জডিয়ে না পড়ে সে দিকে নজর রাখবেন।
আপনাদের মেয়েরা স্কুলে যাওয়া আসার সময় কোন ছেলে যদি ইভটিজিং করে সাথে সাথে প্রশাসন কে খবর দিবেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment