নড়াইলের পুলিশ সুপারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ২৮০পিচ ইয়াবাসহ যু্বক গ্রেফতার। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 7 April 2019

নড়াইলের পুলিশ সুপারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ২৮০পিচ ইয়াবাসহ যু্বক গ্রেফতার। একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:>>>
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও কালিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মোট ২৮০ পিচ ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো নড়াইলের কালিয়া উপজেলাধীন সরসপুর গ্রামের উকিল মোল্যার ছেলে জালাল মোল্যা (৩৪) ও অপরজন হলো নড়াইলের কুমড়ি পূর্বপাড়া এলাকার আফসার ফকিরের ছেলে পলাশ ফকির (৩২)।
শনিবার গভীর রাতে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে  নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ও নড়াইলের কালিয়া থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নড়াইলের কালিয়া ও লোহাগড়া থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, নড়াইলের লোহাগড়া ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ২৮০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নড়াইলকে আমরা ইতোমধ্যে মাদকের করাল গ্রাস থেকে অনেকাংশে মুক্ত করে ফেলেছি। তবে বেশ কিছু মাদকব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে ব্যবসা করা শুরু করছে। কিন্তু নড়াইল জেলা পুলিশের টিমগুলোর কাছে তাদেরকে পরাজয় বরণ করতে হচ্ছে। এ কারণে সকলকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার জন্য কঠোর হুঁশিয়ারিও প্রদান করেন তিনি।





একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages