বাংলার মানুষ এক হয়ে দেশ স্বাধীন স্বাধীন করে: অালমগীর হোসেন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 27 December 2019

বাংলার মানুষ এক হয়ে দেশ স্বাধীন স্বাধীন করে: অালমগীর হোসেন


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
বাংলার মানুষ এক হয়ে যুদ্ধ করেছিল তাই দেশ স্বাধীন হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. অালমগীর হোসেন। উপজেলার দোহার পুরি গ্রামে মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনার বিজয় মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে।
বৃহস্পতিবার রাত ৮টায়, ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের দোহার পুরি গ্রামে মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনায় বিজয় মঞ্চের অায়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক অালোচনা সভায় প্রধান অতিথি অারো বলেন অাজকে যারা মুক্তিযোদ্ধা বেচে অাছে কাল হয়তো তারা থাকবে না।
অাজ এখন ও অনেক মুক্তিযোদ্ধা মারা গেছেন যারা বেচেঁ অাছে তারা ও একদিন মারা যাবে। তাই অামি বলতে চায় তোমরা যারা নতুন প্রজন্ম অাছ তারা কোন মুক্তিযোদ্ধাকে দেখলে অান্তরীকতার সাথে তোমরা কথা বলবে এবং ভাল ব্যবহার করবে বলে তিনি নতুন প্রজন্মের কাছে একটি শিক্ষণীয় বার্তা রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে অালোচনায় সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সোনা মিয়া গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, বাংলাদেশ অাওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জয়নাল অাবেদীন, সুতারপাড়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি নাসিরউদ্দিন, নারিশা ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি লেবু খান, জাহাঙ্গীর অালম, রাহিম কমিশনার, হানিফ, সুতারপাড়া ৯ নং ওয়ার্ড অাঃলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, রাহাত হোসেন, রাকিব, পাপেল মাহমুদ প্রমুখ।
দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় চোকদারের পরিচালনায় সার্বিক সহযোগিতায় করেন টুটুল, সজল অাহমেদ, সাকিল হোসেন।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages