সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে গাঁজা গরু বিড়ি ও বাই সাইকেল জব্দ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 15 January 2020

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে গাঁজা গরু বিড়ি ও বাই সাইকেল জব্দ


একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:>>>
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা, গরু, নাসির বিড়ি ও বাই সাইকেল আটক করা হয়েছে। জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির টহল দল গতকাল মঙ্গলবার গভীর রাতে  সীমান্ত পিলারের ১২০৩/২-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুরের ৫নং বাঁধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২.৫ কেজি ভারতীয় গাঁজা আটক করে, যার মূল্য ৮,৭৫০/- টাকা।
অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলর মাছিমপুর বিওপির টহল দল একই সময়ে সীমান্ত মেইন পিলার ১২০৭ এর নিকট হতে আনুমানিক ২০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের আব্দুল্লাপুর নামক স্থান হতে ১৪,০০০ পিস (৫৬০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি এবং ০১টি বাই-সাইকেল আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২৭,৮০০/- টাকা।
এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলার ডুলুরা বিওপির টহল দল ১৫ জানুয়ারি বুধবার ৪:৩০ ঘটিকায় সীমান্ মেইন পিলার ১২১২ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১নং সলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য- ৫০,০০০/- টাকা
একইদিনে সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৬/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২নং রঙ্গারছড়া ইউনিয়নের চিনাউড়া নামক স্থান হতে ৪টি ভারতীয় গরু আটক করে । যার আনুমানিক মূল্য- ৮০,০০০/- টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবির অধিনায়ক মো: মাকসুদুল আলম আজ বুধবার সন্ধ্যায় দৈনিক অধিকারকে জানান, আটককৃত ভারতীয় মদ ও নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু ও বাই-সাইকেল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages