ই-একুশে মিডিয়া |
মাস দেড়েক আগেও বাবা, মা সন্তান একসাথে ছিলেন। কোলের শিশুকে বুকে আগলে রেখে এক বিছানায় ঘুমিয়ে ছিলেন । আজ তারা বিচ্ছিন্ন । বাবা মাটির নিচে শুয়ে আছেন, আর কোলের শিশু নিয়ে মা মাটির উপরে আছেন। ব্যবধান শুধু সাড়ে তিনহাতের। কিন্তু দেহের বিচ্ছেদের এই ব্যবধান পরিমাপে বেশি দূর নয়, তবে আত্মার ব্যবধান অনেকদূর। সেই আত্মার সাথে আর দেখা হবে না শেষ বিচার দিনের আগ পর্যন্ত।
চিরন্তন সত্য হলো, দুঃখের মধ্যে কোন পার্থক্য নেই। মানুষ প্রকৃতির শক্তির বিরুদ্ধে কিছু করতে পারে না। প্রকৃতির শক্তির কাছে হার মানতে হয়।
সম্প্রতি তুরস্কে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত স্বামীকে স্মরণ করতে ঈদের দিন কবরস্থানে কোলের শিশুকে নিয়ে স্বামীর কবরের পাশে বসে পড়েন এক তুর্কিয়ে নারী। ছবির দিকে তাকালে মনে হবে যে, তিনি পরম মমতায় স্বামীর সাথে কথা বলছেন।
তাদের আত্মা শান্তিতে থাকুক। আল্লাহ তায়ালা তাদেরকে জান্নাতবাসী করুন। প্রিয়জন হারানো সহজ নয় সর্বশক্তিমান আল্লাহ যেন তাদের এই কষ্ট সহ্য করার ধৈর্য দান করেন, আমিন।
সাইফী আনোয়ারুল আজীম
চট্টগ্রাম।
No comments:
Post a Comment