নবাবগঞ্জের সড়ক গুলো অবৈধ মাহেন্দ্রার দখলে - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 23 January 2020

নবাবগঞ্জের সড়ক গুলো অবৈধ মাহেন্দ্রার দখলে


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় চলে বেকু দিয়ে মাটি কাঁটার ধুম। আর এসব মাটি বিক্রির গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় অবৈধ মাহেন্দ্রা। ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ও স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নবাবগঞ্জে চলছে মাটি কাঁটার মহা উৎসব৷
নবাবগঞ্জের প্রতিটি এলাকায় চলে এসব অবৈধ মাহেন্দ্র গাড়ি৷ নেই এসব গাড়ির প্রয়োজনীয় কোন কাগজপত্র। ড্রাইভারের নেই কোন প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স। মাটি ও বালু ভর্তি এসব মাহেন্দ্রা প্রতিদিনই প্রধান সড়কসহ ছোট সড়ক গুলোতে যানজট লেগেই থাকে৷ অন্যদিকে এসব অবৈধ মাহেন্দ্রা চালক কোন নিয়মশৃঙ্খলা না মেনে সড়ক গুলোতে চালিয়ে থাকেন৷
এলাকার ছোট সড়ক গুলোতে এসব গাড়ির কারনে পথচারীদের চলাচল করতে অনেকটাই সমস্যায় পড়তে হয়৷ উপজেলার শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, নয়নশ্রী, কৈলাইল, শোল্লা ও বান্দুরা এলাকা দিয়ে এসব অবৈধ মাহেন্দ্রা চলাচল করে৷
শিকারীপাড়া এলাকার কৃষক শরীফ বেপারী বলেন ‘এসব মাহেন্দ্রা গাড়ির জন্য সড়ক দিয়ে চলাচল করতে পারি না। গরু নিয়ে বিলের দিকে যেতে পারি না৷
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু বলেন ‘আইন না মেনে যদি রাস্তাঘাটে মাহেন্দ্রা চলাচল করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages