নবাবগঞ্জের সড়ক গুলো অবৈধ মাহেন্দ্রার দখলে - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 23 January 2020

নবাবগঞ্জের সড়ক গুলো অবৈধ মাহেন্দ্রার দখলে


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় চলে বেকু দিয়ে মাটি কাঁটার ধুম। আর এসব মাটি বিক্রির গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় অবৈধ মাহেন্দ্রা। ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ও স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নবাবগঞ্জে চলছে মাটি কাঁটার মহা উৎসব৷
নবাবগঞ্জের প্রতিটি এলাকায় চলে এসব অবৈধ মাহেন্দ্র গাড়ি৷ নেই এসব গাড়ির প্রয়োজনীয় কোন কাগজপত্র। ড্রাইভারের নেই কোন প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স। মাটি ও বালু ভর্তি এসব মাহেন্দ্রা প্রতিদিনই প্রধান সড়কসহ ছোট সড়ক গুলোতে যানজট লেগেই থাকে৷ অন্যদিকে এসব অবৈধ মাহেন্দ্রা চালক কোন নিয়মশৃঙ্খলা না মেনে সড়ক গুলোতে চালিয়ে থাকেন৷
এলাকার ছোট সড়ক গুলোতে এসব গাড়ির কারনে পথচারীদের চলাচল করতে অনেকটাই সমস্যায় পড়তে হয়৷ উপজেলার শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, নয়নশ্রী, কৈলাইল, শোল্লা ও বান্দুরা এলাকা দিয়ে এসব অবৈধ মাহেন্দ্রা চলাচল করে৷
শিকারীপাড়া এলাকার কৃষক শরীফ বেপারী বলেন ‘এসব মাহেন্দ্রা গাড়ির জন্য সড়ক দিয়ে চলাচল করতে পারি না। গরু নিয়ে বিলের দিকে যেতে পারি না৷
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু বলেন ‘আইন না মেনে যদি রাস্তাঘাটে মাহেন্দ্রা চলাচল করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages