জুতা পায়ে শহীদ মিনারের উঠায় সাতকানিয়ার বিতর্কিত ইউএনও মোবারক’কে বদলি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 27 January 2020

জুতা পায়ে শহীদ মিনারের উঠায় সাতকানিয়ার বিতর্কিত ইউএনও মোবারক’কে বদলি


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা না জানিয়ে সমাহিত করা, জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠাসহ নানা কারণে সাতকানিয়ার বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনকে বদলি করা হয়েছে।<:

রোববার রাতে বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রামমের সংস্থাপন শাখা থেকে বদলি সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।<:একুশে মিডিয়া:>
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনকে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।<:একুশে মিডিয়া:>
সাতকানিয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা না দিয়ে কবর দেয়া ও শহীদ মিনারে জুতা পায়ে উঠে বক্তৃতাসহ নানা কারণে আলোচনা-সমালোচনায় ছিলেন ইউএনও মোবারক। এ নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের লেখালেখি করে আসছিলেন। অনেকে তাকে বদলি করার দাবিও জানান।<:একুশে মিডিয়া:>
স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, সাতকানিয়া উপজেলা দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে স্মার্ট উপজেলা। সাম্প্রতিক সময়ে প্রয়াত মুক্তিযোদ্ধা প্রণব কুমার ধর প্রকাশ পি কে ধর রুনুকে মৃত্যুর পর প্রশাসক রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়নি। উপজেলার প্রশাসক হিসেবে এটি তার দায়িত্ব ছিল। তিনি এ দায়িত্ব এড়াতে পারেন না।<:একুশে মিডিয়া:>
তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন একটি জাতীয় দিবসে ফুল দিতে গিয়ে শহীদ মিনারে জুতা নিয়ে উঠে পড়েন। যা সমগ্র বাঙালি জাতির জন্য খুবই লজ্জার। এ সব নিয়ে তিনি বিতর্কিত ছিলেন। তাকে সরিয়ে দিয়ে সরকার উচিত কাজই করেছে।<:একুশে মিডিয়া:>




একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages