টাঙ্গাইলে বিসিএস নির্বাচন বিষয়ক আলোচনা সভায় 'সমমনা ৭' - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 4 March 2020

টাঙ্গাইলে বিসিএস নির্বাচন বিষয়ক আলোচনা সভায় 'সমমনা ৭'


একুশে মিডিয়া, রিপোর্ট:
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২০-২০২২ মেয়াদের আগামী ১৪ই মার্চের নির্বাচন উপলক্ষে 'পাশে থাকুন, আস্থায় রাখুন' এ স্লোগানে 'সমমনা ৭' প্যানেলের প্রার্থী পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিসিএস ২০২০-২০২২ নির্বাচনের 'সমমনা-৭' প্যানেলের নেতৃত্ব দিচ্ছেনইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মোঃ শাহিদ-উল-মুনীর। এ প্যানেলের অন্যান্যরা হলেন- কম্পিউটার পয়েন্টের স্বত্বাধিকারী ইউসুফ আলী শামীম, স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন, অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মোঃ জাবেদুর রহমান শাহীন, কম্পিউটার সিটি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মনিরুল ইসলাম, পেরেননিয়াল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মজহার ইমাম চৌধুরী (পিনু) এবং স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মোঃ মুজাহিদ আল বেরুনী সুজন।
সভায় 'সমমনা ৭' প্যানেলের সদস্যরা আদর্শ আর নৈতিকতাসম্পন্ন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) গঠনে একসাথে কাজ করার আশ্বাস দিয়ে বলেন- এই প্যানেলের সবাই নির্বাচিত হয়ে বিসিএস এর পরবর্তী কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব পেলে বিসিএসকে একটি কার্যকরী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। তাছাড়াও দেশের আইসিটি সেক্টরের মানবসম্পদ উন্নয়নে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, বিসিএস নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল অনুযায়ী, সংগঠনটির কার্যনির্বাহী ৭ পরিচালক পদে এবারের নির্বাচনে অংশ নেবেন বিসিএসের ভোটাররা। এবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন স্পিনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিআইএম নূরুল কবীর। সদস্য হিসেবে রয়েছেন ওরাটেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ এবং এক্সেল ইন্টেলিজেন্স সলিউশন লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম। বিজ্ঞপ্তি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages