পলাশে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 14 April 2020

পলাশে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত


আল আমিন মুন্সী:
নরসিংদীর পলাশে মফিজ উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে পলাশে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত হয়েছে।
বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত মফিজ উদ্দিনের বাড়ি উপজেলার জিনারদী ইউনিয়নের গাবতলি গ্রামে। ওনার মাঝে করোনা উপসর্গ লক্ষণ গুলো থাকায় সোমবার সকালে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের একটি টিম মফিজ উদ্দিনের নমুনা সংগ্রহ করে আইইসিডিয়ারে পাঠানো হয়। সেখান থেকে আজ (মঙ্গলবার) মফিজ উদ্দিনের রিপোর্ট পজেটিভ আসে।এনিয়ে পলাশে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত হয়েছে। ইউএনও আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি সহ পুরো এলাকা লকডাউন করার প্রস্তুতি চলছে। আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
ওই রোগীর সংস্পর্শে আসা তার পরিবারের সদস্য সহ সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিদের চিন্তিত করে কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও জানান ইউএনও
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন একুশে মিডিয়াকে জানান, ইতিমধ্যে জিনারদী ইউনিয়নের গাবতলি গ্রামে আক্রান্ত ওই ব্যক্তির বাড়ির আশাপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই গ্রাম থেকে কেউ বের হতে ও ঢুকতে পারবে না। ওই গ্রামের কারও খাদ্যসামগ্রী লাগলে পুলিশ ব্যবস্থায় দেওয়া হবে। এর আগে উপজেলার ডাঙ্গা ইসলামপাড়া গ্রামে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসা প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই ব্যক্তিকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages