আমি খুব অসুস্থ বাঁচবো না, আমার জন্য সকলে দোয়া করবেন- অভিনেত্রী পড়শী রুমী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 17 May 2020

আমি খুব অসুস্থ বাঁচবো না, আমার জন্য সকলে দোয়া করবেন- অভিনেত্রী পড়শী রুমী

আল আমিন মুন্সী:
বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সিলেটের মেয়ে। পড়শী রুমী  খুব অসুস্থ হয়ে-  সিলেটের এক হাসপাতালে ভর্তি আছেন। সকলের প্রিয়   অভিনেত্রী পড়শী  রুমী, সাংবাদিক আল আমিন মুন্সী কে বলেন।  ভাইয়া আমি মনে হয়। 
আর বাঁচবো না। আমি খুবই অসুস্থ আমার শরীরের রক্ত  শেষ হয়ে- যাচ্ছে , প্রতিদিন রক্ত দিতে হচ্ছে শরীরে । জানি না, কি হবে আমার। দিনে রাতে খালি আমার  বমি হয়।
ভয় লাগছে খুব কখন জানি চলে যাই, এই দুনিয়া ছেড়ে, আমার ভক্তসহ পুরো দেশ বাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেনো আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, সুস্থ হয়ে আমি আপনাদের সকলের মাঝে আবার ফিরে আসতে চাই।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages