কুমিল্লায় এক দিনেই করোনা শনাক্ত ১৬১ জন, মৃত্যু ৩ জন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 18 June 2020

কুমিল্লায় এক দিনেই করোনা শনাক্ত ১৬১ জন, মৃত্যু ৩ জন

এম এ বাশার, কুমিল্লা উত্তর জেলা:

কুমিল্লায় করোনা সংক্রমণ, মৃত্যু ও শনাক্ত লাগামহীন গতিতে বেড়েই চলছে। বৃহসপ্রতিবার (১৮ ই জুন) এক দিনেই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩ জন।

এদিকে  বৃহস্পতিবার প্রাপ্ত ফলাফলে আরও ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৮ জনে।  বৃহস্পতিবার  পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। কুমিল্লা সিভিল সার্জন অফিস ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, বৃহস্পতিবার প্রাপ্ত ফল অনুসারে নতুন করে আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ৩৭ জন, দেবিদ্বারে ১৯জন, লাকসামে ৯ জন বুড়িচংয়ে ৯ জন, বরুড়ায় ১০ জন, মুরাদনগর ১৮ জন, মনোহরগঞ্জ ৭ জন, নাঙ্গলকোট ৯ জন, লালমাই ৭ জন,চান্দিনায় ৫ জন,আদর্শ সদর ৫ জন,মেঘনায় ১ জনদাউদকান্দি৫ জন,হোমনা ৬ জন, ও তিতাশ ৫ জন শনাক্ত হয়েছেন।

জেলায় এ পর্যন্ত দেবিদ্বার ২৫৫ জন, মুরাদনগরে ২০৪ জন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫৪৮ জন লাকসামে ১৬৯ জন চান্দিনায় ১৬১জন তিতাসে ৬৭ জন দাউদকান্দি৯৩ জন বরুড়ায় ১৩৮ জন মনোহরগঞ্জ  ৫৪ জন ব্রাহ্মণপাড়া ৪৯ জন নাঙ্গলকোট ১০৯ জন হোমনায় ১৫১ জন কুমিল্লা সদর দক্ষিণ ৫৫ জন লালমাই ২৪ জন চৌদ্দগ্রাম ১৮৮ আদর্শ সদর ৯৭  জন,মেঘনা ২৪ জন,ও কুমিল্লা মেডিকেল কলেজ ২৯ জন তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলা থেকে ১৫ হাজার ৩৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৩ হাজার ৯৩৬ জনের। করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৯৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৬৬ জন।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages