সুখী-সমৃদ্ধ
 ও শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে 
সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয়ে অনলাইন দৈনিক খবর কন্ঠের ১ বছরে পদার্পণ 
উদযাপন উপলক্ষে চৌহালীতে   নানা কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার
 দুপুর ৩ঘটিকায় চৌহালী উপজেলা পরিষদের কার্যালয়ে ঘরোয়া আয়োজন কেককাটার মধ্য
 দিয়ে শুরু হয় জাতীয় অনলাইন "দৈনিক খবর কন্ঠ" পত্রিকার প্রথম 
প্রতিষ্ঠাবার্ষিকী। 
জাতীয়
 দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি আবু দাউদ রানার পরিচালনায় অনুষ্ঠানে 
প্রধান অতিথি ছিলেন-চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ 
আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, চৌহালী থানার 
ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস, ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব ও উপজেলা 
স্বেচ্ছাসেবীলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম (ভিপি) প্রমুখ৷
মুঠোফোনে
 এক বার্তায় ডা: জাহাঙ্গীর আলম দৈনিক খবর কণ্ঠের উত্তরোত্তর সফলতা কামনা 
করেছে এবং পত্রিকার নির্ভীক সাংবাদিকদের দেশের, সমাজের কাজে নিয়োজিত 
থাকারও আহ্বান জানান৷
(কেক কাটছেন অনলাই দৈনিক খবর কন্ঠের সম্পাদক ,  প্রকাশক ও সহ সভাপতি উপজেলা ছাত্রলীগ মো: রোকনুজ্জামান (রকু)। বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএসএ 
 
 

 


 

.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment