বিভিন্ন শ্লোগানে ঝিনাইদহে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 14 February 2021

বিভিন্ন শ্লোগানে ঝিনাইদহে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল

একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:
“কেউ পাবে আর কেউ পাবেনা, তা হবেনা তা হবেনা” “চিপাই চাপাই পড়লে ধরা, মাইর হবে উরাধুরা” “প্রেমের নামে ছলনা চলবে না চলবে না” ২০২১ সাল সিঙ্গেলদের বিজয়কাল” শ্লোগানে প্রেমের সুষ্ঠ বন্টন চেয়ে ঝিনাইদহের শৈলকুপায় প্রেম বঞ্চিত সংঘ বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকালে শৈলকুপা গাড়াগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে। 
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাড়াগঞ্জ প্রেম বঞ্চিত সংঘের নেতা আরিয়ান হোসেন শোভন, পারভেজ খন্দকার, শিশির আহম্মেদ, রিকু মাহমুদ সাব্বির ও সোহান হোসেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, প্রেম বঞ্চিত সংঘ একটি ফেইসবুক গ্রুপ। এ গ্রুপের সদস্যরা মুলত প্রেমের নামে অশ্লিলতা ও বেহায়াপানার বিপক্ষে অবস্থান করে। ১৪ ফেব্রুয়ারী বিশ^ ভালোবাসা দিবসের নামে কপোত কপোতিরা পার্কে বা বিভিন্ন স্থানে চিপাই চাপায় নোংড়ামি করে। এই অশ্লিলতাকে দুরে রাখতে ও মানুষকে সচেতন করতেই মুলত এ আয়োজন।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages